Union Budget 2023: সব কাজের একটাই ঠিকানা। DigiLocker । এই একটি স্থান থেকেই KYC সংক্রান্ত সমস্ত সমস্ত নথি আপডেট সেরে ফেলা যাবে। গুরুত্বপূর্ণ নথিও আপডেট করা যাবে। সবচেয়ে বড় কথা হল, সঙ্গে সঙ্গে সেই আপডেটেড তথ্য যুক্ত হয়ে যাবে অন্য সকল নথিতেও। ফলে বারবার আলাদা করে বিভিন্ন নথিতে হাত দিতে হবে না। বুধবার কেন্দ্রীয় বাজেটে এমনই ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানান, ডিজিলকার এবং আধারকে একটি 'ওয়ান-স্টপ সলিউশন' হিসাবে গড়ে তোলা হবে। তার মাধ্যমেই KYC সংক্রান্ত বিষয়গুলিরও সমাধান মিলবে।
এই আপডেটের ফলে আগামিদিনে DigiLocker-এ আরও বেশি নথি সংরক্ষিত রাখা যাবে। সহজেই তা শেয়ারও করা যাবে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, KYC প্রক্রিয়াকে আরও সহজ করে তোলা হবে। ডিজিলকার এবং আধারকে অনন্য পরিচয়পত্র হিসাবে ব্যবহার করে সমস্ত পরিচয়পত্রে আপডেট করা যাবে।
এর পাশাপাশি এদিন PAN নিয়েও নয়া ঘোষণা করেন অর্থমন্ত্রী। তিনি জানান, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার বা PAN-কে সরকারি সমস্ত ডিজিটাল সিস্টেমের ক্ষেত্রে একক সাধারণ পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা হবে। ফলে প্যান কার্ডের গুরুত্ব আরও বেশি বৃদ্ধি পেতে চলেছে আগামিদিনে।
ডিজিলকার
ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের অধীনে সরকারের অন্যতম বড় পদক্ষেপ এই ডিজিলকার। এই একটি অ্যাপের মাধ্যমে কোনও ব্যক্তি সমস্ত গুরুত্বপূর্ণ নথি ডিজিটাল ফরম্যাটে সেভ করে রেখে দিতে পারবেন। পুরোটাই সুরক্ষিত পাবলিক ক্লাউডে সংরক্ষিত থাকে। যে কোনও স্থানে, স্মার্টফোন ও ইন্টারনেটের মাধ্যমে সেগুলির অ্যাকসেস করতে পারবেন যে কেউ।
কাগজ, নথি-পত্রের সমস্যা থেকে বের হয়ে, আধুনিক পরিচয়পত্রের প্রসার ঘটাতেই এই ডিজিলকারে জোর দিচ্ছে কেন্দ্র। তাছাড়া আগামিদিনে এর সঙ্গে KYC প্রক্রিয়া সম্পূর্ণভাবে জুড়ে গেলে, সমস্ত সরকারি কাজ, সুবিধাপ্রাপ্তির আবেদন ইত্যাদি অত্যন্ত দ্রুত হয়ে যাবে।
ডিজিলকার অ্যাপ কীভাবে ব্যবহার করবেন?
>> এর জন্য প্রথমত আপনার ফোন নম্বরের সঙ্গে আধার রেজিস্টার্ড থাকতে হবে। যদি তা না হয়, সেক্ষেত্রে ডিজিলকার ব্যবহার করতে পারবেন না।
>> ব্রাউজার থেকে Digitallocker.gov.in ওয়েবসাইটে যান।
>> এর পর Sign Up-এ ক্লিক করুন। আপনার নাম, জন্ম তারিখ, রেজিস্টার্ড মোবাইল নম্বর বা ইমেল আইডি, পাসওয়ার্ড লিখুন। আপনার নিজের একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে।
সব শেষে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে। এটি সাবধানে করবেন। কারণ এরই সাহায্যে আপনি ডিজি-লকারে Log in করতে পারবেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup