Union Budget 2023 Surcharge: নির্মলা সীতারামন জানান, 'দেশে বর্তমানে সর্বাধিক করের হার ৪২.৭৪%, যা কিনা বিশ্বের অন্যতম সর্বোচ্চ রেট। ২০২৩-এর বাজেটে নয়া কর ব্যবস্থায় সর্বোচ্চ সারচার্জের হার ৩৭% থেকে কমিয়ে ২৫% করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে সর্বোচ্চ করের হার কমে ৩৯%-এ দাঁড়াবে।'
1/5নয়া কর ব্যবস্থার অধীনে সর্বোচ্চ সারচার্জের হার হ্রাস করল কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেন। আর সেই সময়েই সারচার্জ হ্রাসের ঘোষণা করেন তিনি। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
2/5নির্মলা সীতারামন জানান, 'দেশে বর্তমানে সর্বাধিক করের হার ৪২.৭৪%, যা কিনা বিশ্বের অন্যতম সর্বোচ্চ রেট। ২০২৩-এর বাজেটে নয়া কর ব্যবস্থায় সর্বোচ্চ সারচার্জের হার ৩৭% থেকে কমিয়ে ২৫% করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে সর্বোচ্চ করের হার কমে ৩৯%-এ দাঁড়াবে।' ফাইল ছবি: এএনআই (REUTERS)
3/5এর ফলে মূলত ধনী ব্যক্তিদের সুবিধা হবে। সর্বোচ্চ করদাতাদের সারচার্জ কমানোর ফলে তাঁদের কর প্রদানে আরও উত্সাহ প্রদান করাটাই লক্ষ্য। ফাইল ছবি: এএনআই (REUTERS)
4/5সারচার্জ কী? এটি আসলে সম্পদের হস্তান্তর বা লেনদেনের যে দাম, তার উপর আরোপিত সরকারি মাসুল। এটি ঠিক সরাসরি কর নয়। সম্পদের ভিত্তি মূল্যের উপর এই মাসুল প্রযোজ্য হয়। যত বেশি টাকার লেনদেন/হস্তান্তর হয়, সেক্ষেত্রে এই সারচার্জের মাত্রাও বাড়ে। করের উপরেও এই সারচার্জ আরোপিত হয়। সারচার্জ জাতীয় মাসুলের মাধ্যমে নীতিগতভাবে আয়ের সাম্য বজায় রাখে সরকার। আবার এতে সরকারের রাজস্ব বাবদ আয়ও বৃদ্ধি পায়। ফাইল ছবি: এএনআই (REUTERS)
5/5এই বিষয়ে বিশেষজ্ঞরা কী বলছেন? ডেলয়েট ইন্ডিয়ায় পার্টনার অলোক আগরওয়াল বলেন, 'নয়া কর ব্যবস্থায় এদিনের বাজেট ঘোষণায় বেশ কিছু দুর্দান্ত পরিবর্তন করা হয়েছে। এর ফলে আয় কাঠামোর উভয় প্রান্তের করদাতাদেরই নতুন ব্যবস্থার আওতায় আসতে উত্সাহিত করা যাবে। কারণ একদিকে বার্ষিক ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কোনও করের চাপ থাকবে না। অন্যদিকে ৫ কোটির উপর বার্ষিক আয়ের উপর সারচার্জ উচ্চ ৩৭% থেকে কমিয়ে ২৫% করা হয়েছে। ফলে দুই দিকেই সুবিধা হবে।' ফাইল ছবি: রয়টার্স (REUTERS)