কর কাঠামোয় পরিবর্তনের জেরে বছরে কেন্দ্রের আয় ৩৫,০০০ কোটি টাকা কমে যাবে। এমনই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যিনি সাধারণ বাজেটে কর কাঠামোর পরিবর্তনের পাশাপাশি করছাড়ের সীমা বৃদ্ধিরও ঘোষণা করেছেন।
বুধবার বাজেট ভাষণের শেষলগ্নে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘এইসব প্রস্তাবের (আয়কর সংক্রান্ত যাবতীয় প্রস্তাব) ফলে সরকারের কোষাগারে প্রায় ৩৮,০০০ কোটি টাকা কম ঢুকবে। যেটার মধ্যে প্রত্যক্ষ কর থেকে ৩৭,০০০ কোটি টাকা আয় কমে যাবে সরকারের। পরোক্ষ করের ক্ষেত্রে সেই অঙ্কটা দাঁড়াবে ১,০০০ কোটি টাকা। তবে অতিরিক্ত ৩,০০০ কোটি টাকা সরকারি কোষাগারে ঢুকবে। অর্থাৎ প্রতি বছরে কেন্দ্রের আয় ৩৫,০০০ কোটি টাকা কমে যাবে।'
বাজেটে আয়কর সংক্রান্ত কী কী ঘোষণা করেছেন সীতারামন?
প্রথমত, এবার বাজেটে করছাড়ের সীমা বাড়িয়ে সাত লাখ টাকা করা হয়েছে। আগে যা ছিল পাঁচ লাখ টাকা।
দ্বিতীয়ত, এবার বাজেটে কর কাঠামোর আমূল পরিবর্তন করা হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ২০২০ সালের বাজেটে আয়করের ক্ষেত্রে যে ছ'টি স্তর ছিল, তা কমিয়ে পাঁচটি করা হচ্ছে।
১) শূন্য থেকে ৩ লাখ টাকা: কোনও আয়কর দিতে হবে না।
২) ৩ লাখ থেকে ৬ লাখ টাকা: ৫ শতাংশ।
৩) ৬ লাখ টাকা থেকে ৯ লাখ টাকা: ১০ শতাংশ।
৪) ৯ লাখ টাকা থেকে ১২ লাখ টাকা: ১৫ শতাংশ।
৫) ১২ লাখ টাকা থেকে ১৫ লাখ টাকা: ২০ শতাংশ।
৬) ১৫ লাখ টাকার বেশি: ৩০ শতাংশ।
আরও পড়ুন: Old vs New Income Tax structure: পুরনোর বদলে নয়া কর কাঠামোয় কি বেশি লাভ হবে? জানুন পুরো হিসাব
তৃতীয়ত, চাকুরিজীবীদের বার্ষিক আয় যদি ১৫ লাখ ৫০ হাজার টাকা বা তার বেশি হয়, তাহলে এবার থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫২,৫০০ টাকা হবে। যা নতুন কর কাঠামোর জন্য প্রযোজ্য।
চতুর্থত, ধনীদেরও স্বস্তি দিয়েছেন সীতারামন। নয়া কর ব্যবস্থায় সর্বোচ্চ সারচার্জের হার ৩৭% থেকে কমিয়ে ২৫% করার প্রস্তাব পেশ করা হয়েছে। তার ফলে সর্বোচ্চ করের হার ৩৯ শতাংশে ঠেকছে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)