২০২৪-২৫ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটে মন্ত্রিসভা, মন্ত্রিসভা সচিবালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরের জন্য মোট ১,২৪৮.৯১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই বরাদ্দ ২০২৩-২৪ অর্থবছরে নির্ধারিত ১,৮০৩.০১ কোটি টাকার তুলনায় অনেকটাই কম। মঙ্গলবার সংসদে পেশ করা বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এমনটাই জানিয়েছেন।
মন্ত্রিসভার ব্যয়ের জন্য মোট ৮২৮.৩৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা ২০২৩-২৪ অর্থবছরে নির্ধারিত ১,২৮৯.২৮ কোটি টাকার তুলনায় কম। জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের জন্য বরাদ্দ করা হয়েছে ২০২.১০ কোটি টাকা, যা ২০২৩-২৪ অর্থবছরে ছিল ২৯৯.৩০ কোটি টাকা। এই বরাদ্দ জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের প্রশাসনিক ব্যয় ও মহাকাশ কর্মসূচির জন্য।
প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টার অফিসের জন্য ৭২.১১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে (২০২৩-২৪ এ ছিল ৭৬.২০ কোটি টাকা)। এই বরাদ্দ প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টার অফিস এবং জাতীয় গবেষণা ফাউন্ডেশনের প্রশাসনিক ব্যয়ের জন্য।
ক্যাবিনেট সচিবালয়ের জন্য ৭৫.২৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৭০.২৮ কোটি টাকা। এটি কেমিক্যাল ওয়েপন্স কনভেনশন (সিডব্লুসি) এর প্রশাসনিক ব্যয় মেটানোর জন্য।
আরও পড়ুন। বাজেটে ধর্মীয় পর্যটনে গুরুত্ব, বিষ্ণুপদ-মহাবোধি মন্দিরে তৈরি হবে করিডর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য ৬৫.৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে (২০২৩-২৪ এ ছিল ৬২.৬৫ কোটি টাকা) প্রশাসনিক ব্যয় মেটানোর জন্য।
বাজেটে অতিথি আপ্যায়ন এবং বিনোদন ব্যয়ের জন্য ৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা ২০২৩-২৪ অর্থবছরেও একই ছিল। এই বরাদ্দ বিদেশী রাষ্ট্র অতিথি, ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী পক্ষ থেকে আনুষ্ঠানিক বিনোদন, জাতীয় দিবস উদযাপন, সম্মাননা প্রদান সহ অন্যান্য আনুষ্ঠানিকতার ব্যয়ের জন্য।
এছাড়া, প্রাক্তন রাজ্যপালদের জন্য সচিবালয় সহায়তার ব্যয়ে ১.৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা ২০২৩-২৪ অর্থবছরে ছিল ১.৩০ কোটি টাকা।
আরও পড়ুন। স্ট্যাম্প ডিউটিতে ছাড়, বাড়ল LTCG ট্যাক্স, আয়করেও বদল; একনজরে বাজেট হাইলাইট