বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘‌এটা প্রতিহিংসামূলক রাজনৈতিক মনোভাব’‌, বাজেটে ঘাটাল না থাকায় ক্ষুব্ধ সাংসদ দেব

‘‌এটা প্রতিহিংসামূলক রাজনৈতিক মনোভাব’‌, বাজেটে ঘাটাল না থাকায় ক্ষুব্ধ সাংসদ দেব

ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব।

বর্ষাকালে এখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়। তার জেরে গোটা পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়। মানুষজনকে প্রবল সমস্যার মধ্যে পড়তে হয়। বাজেটের বক্তব্যে কোথাও গঙ্গা ভাঙন ইস্যুকে তুলে ধরা হয়নি। মালদা এবং মুর্শিদাবাদ জেলায় গঙ্গা ভাঙন বড় ইস্যু হয়ে দাঁড়ায় এবং জাতীয় ইস্যু হয়ে ওঠে।

আজ, মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এই বাজেটে সুকৌশলে বাংলাকে এড়িয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। এমনকী বাংলাকে বঞ্চনা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা এবং স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই বাজেটের তুমুল সমালোচনা করা হয়েছে কারণ নির্মলা সীতারামনের বাজেটে ঘাটাল মাস্টারপ্ল্যানকে অন্তর্ভূক্ত করা হয়নি। অথচ বারবার এই ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য সংসদে দরবার করেছিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব।

বর্ষাকালে এখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়। তার জেরে গোটা পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়। সাধারণ মানুষজনকে প্রবল সমস্যার মধ্যে পড়তে হয়। বাজেটের বক্তব্যে কোথাও গঙ্গা ভাঙন ইস্যুকে তুলে ধরা হয়নি। যেখানে মালদা এবং মুর্শিদাবাদ জেলায় গঙ্গা ভাঙন বড় ইস্যু হয়ে দাঁড়ায় এবং জাতীয় ইস্যু হয়ে ওঠে। এই পরিস্থিতিতে বারবার বলা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার কাজ না করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে ঘোষণা করেন, রাজ্য সরকারই ঘাটাল মাস্টার প্ল্যান করবে। কারও মুখাপেক্ষী আর হবে না বাংলা। এটা প্রতিহিংসামূলক রাজনৈতিক মনোভাব ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন সাংসদ দীপক অধিকারী।

আরও পড়ুন:‌ ‘‌শ্রীভূমির পুজোর জন্য এয়ারপোর্টের রাস্তা জ্যাম হয়’‌, ব্ল্যাকলিস্টের হুঁশিয়ারি মমতার

এই নিয়ে বেজায় চটেছে তৃণমূল কংগ্রেস। আগামীকাল বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে প্রথম বক্তৃতা দেবেন। সেখানে বাংলাকে বঞ্চিত করার বিষয়গুলিকে তুলে ধরা হবে। তার ঠিক আগের দিন ঘাটালের সাংসদ সংবাদসংস্থা পিটিআই–কে দেব বলেন, ‘‌এটা খুবই দুঃখের। আর এই কাজের পিছনে একটাই কারণ আছে। সেটি হল, বাংলায় বিজেপি খুব কম আসন পেয়েছে লোকসভা নির্বাচনে। আর এটা তৃণমূল কংগ্রেস শাসিত রাজ্য। আমি তৃণমূল কংগ্রেসের সাংসদ বলে একথা বলছি না। আমি বুঝি ঘাটালের মানুষের অসুবিধা। প্রত্যেক বছর বন্যা পরিস্থিতিতে তাঁদের খুব কষ্ট করে দিন কাটাতে হয়। নরেন্দ্র মোদীর এটা বোঝা উচিত যে, তিনি শুধু বিজেপি শাসিত রাজ্যের প্রধানমন্ত্রী নন।’‌

এছাড়া এবারের নির্মলা সীতারামনের বাজেট বক্তব্যে উঠে আসে হিমাচল প্রদেশ,অসম, বিহার, উত্তরাখণ্ড এবং সিকিমের বন্যা পরিস্থিতির কথা এবং এইসব রাজ্যকে সাহায্যের কথা। কিন্তু বাংলার কথা উঠে আসেনি। এই বিষয়ে ঘাটালের সাংসদ দীপক অধিকারীর বক্তব্য, ‘‌কয়েক দশক ধরে ঘাটাল বন্যায় ভুগছে। অথচ মোদী সরকার কখনও এখানে নজর দেননি। গত ১১ বছর ধরে অপেক্ষা করেছিলেন তাঁরা কেন্দ্রীয় সরকার কী পদক্ষেপ করে তার জন্য। কিন্তু দুঃখিত, কোনও সদর্থক পদক্ষেপ করা হয়নি। প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর বোঝা উচিত রাজ্যের কোনটা দরকার। সেই অনুযায়ী পরিকল্পনা করা উচিত।’‌

পরবর্তী খবর

Latest News

হার্টের রোগীদের জন্য আশীর্বাদ, ঠেকায় ক্যানসার! এই ৯ কারণে নিয়মিত খান টমেটো নয়াদিল্লি স্টেশনে 'প্রচণ্ড ভিড়', ফিরল কুম্ভকালে যাত্রী পদপিষ্ট হওয়ার দুঃস্বপ্ন ধনু, মকর, কুম্ভ, মীনের মধ্যে আজ লাকি কারা? ২৪ মার্চ ২০২৫র রাশিফল রইল সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিকের মধ্যে আজ লাকি রাশি কারা? রইল ২৪ মার্চ ২০২৫র রাশিফল মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ লাকি রাশি কারা? ২৪ মার্চ ২০২৫র রাশিফল রইল চোরকে জেরা করে চোরাই গরুর হদিশ মিলল নেতার গোয়ালে! বড় অভিযানে পুলিশ, কোথায় ঘটল? চেম্বারেই খুন ‘হাতুড়ে’, এমন প্রতিষ্ঠান থেকে আসল ডাক্তারদের দূরে থাকতে বলল IMA রানের পাহাড় গড়ে RR-কে হারিয়ে পয়েন্ট টেবলের শীর্ষে SRH,ম্যাচ হেরে KK-এর হাল কী? কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা PM কার্নির, আর ক'দিন পরই ভোট জোড়া খেতাব রুতুরাজের, চিপকে ম্যাচের সেরা কে?- পুরস্কার তালিকা ও প্রাইজ মানি

IPL 2025 News in Bangla

জোড়া খেতাব রুতুরাজের, চিপকে ম্যাচের সেরা কে?- পুরস্কার তালিকা ও প্রাইজ মানি ৪৩-এও কী ক্ষিপ্রতা! ০.১২ সেকেন্ড সূর্যকুমারের স্টাম্প উড়িয়ে দিলেন ধোনি- ভিডিয়ো ম্যাচ জেতানো শতরানে ইশান একাই জেতেন চারটি পুরস্কার, কে কত টাকা পকেটে পুরলেন? অনেক বেশি স্বাধীনতা পাওয়া যায়… IPL-এ প্রথম সেঞ্চুরি হাঁকিয়েই MI-কে ঠুকলেন ইশান ‘বাঙালিরাই যদি…’! আইপিএল উদ্বোধনে বাংলায় গান গাইলেন না শ্রেয়া, আক্ষেপ চিরঞ্জিতের আইপিএল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখের সঞ্চালনা নিয়ে বিরক্ত একাংশ IPL-এ নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড করল RR, তবু SRH-এর কাছে ৪৪ রানে হার সঞ্জুদের পিচে স্পিন না হলে,রাসেল কীভাবে আউট হলেন?রাহানেকে পালটা জবাব ইডেনের পিচ কিউরেটরের শতরান করে আগ্রাসী সেলিব্রেশন ইশানের,জবাব দিলেন কাকে- আগরকার নাকি নীতা আম্বানিকে? ১ রানের জন্য রেকর্ড হাতছাড়া, IPL-এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস গড়ল SRH

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.