আজ, শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাতে নানা চমক থাকলেও এটা সাধারণ মানুষের পক্ষে বাজেট নয় বলেই বিরোধীরা মনে করছেন। আজকের বাজেটে প্রবীণ নাগরিকদের জন্যও বড় ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। ষাট উর্ধ্বদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ এক লক্ষ টাকা ঘোষণা করেছেন তিনি। প্রত্যক্ষ কর তথা ডাইরেক্ট ট্যাক্স ব্যবস্থায় এবার বড় সংস্কারের পথে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। আজ, শনিবার বাজেট বক্তব্যে সেটা স্পষ্ট করে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট ঘোষণার শুরুতেই নির্মলা সীতারামন ঘোষণা করেন এবারের বাজেটে ফোকাসে থাকবে মধ্যবিত্তরা। বাজেট বক্তৃতা শেষ হতে দেখা গেল, এবার বাজেটে মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে আয়করে বিশাল ছাড়ের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
আর এবারের বাজেটে টিডিএস করের ক্ষেত্রেও ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো কথা ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। প্রবীণদের জন্য দ্বিগুণ হচ্ছে ছাড়। প্রবীণ নাগরিকদের জন্য সুদের উপর কর ছাড়ের সীমা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করার ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। একইসঙ্গে টিডিএস–এর জন্য বার্ষিক সীমা ২.৪ লক্ষ টাকা বাড়িয়ে ৬ লক্ষ টাকা করা হয়েছে। নির্মলা সীতারামন ঘোষণা করেছেন, ফিক্সড ডিপোজিটের সুদের উপর কর ছাড় প্রবীণ নাগরিকদের জন্য দ্বিগুণ করা হচ্ছে। ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ করা হচ্ছে প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিটের সুদের উপর কর ছাড়।
আরও পড়ুন: ‘আয়কর ছাড় থেকে প্রবীণ নাগরিকদের কথা ভেবেছে সরকার’, নির্মলাকে ধন্যবাদ শুভেন্দুর
আবার বাড়ি ভাড়ায় টিডিএস–এর ক্ষেত্রেও বাড়ছে বার্ষিক ঊর্ধ্বসীমা। ২ লাখ ৪০ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৬ লাখ। অর্থাৎ এখন ভাড়াটিয়ারা ২০ হাজার টাকা প্রত্যেক মাসে বাড়ি ভাড়ার উপর যে টিডিএস কাটাতেন, সেটার সীমা বেড়ে এবার ৫০ হাজার টাকা করা হচ্ছে। অর্থমন্ত্রী জানান, এলআরএস রেমিট্যান্সে টিসিএস–এর সীমা ৭ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হল। টিডিএস সীমা ৬ লক্ষ টাকা করা হয়েছে। মধ্যবিত্ত প্রবীণদের স্বস্তি দিতেই এই পদক্ষেপ। আপডেটেড রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। এখন দুই বছরের সময়সীমা বাড়িয়ে চার বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ১২ লাখ পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও আয়কর, কেন্দ্রীয় বাজেটে ঘোষণা নির্মলার
এছাড়া বিদেশ থেকে আয়ের ক্ষেত্রেও ছাড়ের সীমা বাড়ছে। ৭ লাখ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১০ লাখ। আর বিদেশে উচ্চশিক্ষার জন্য এডুকেশন লোনে লাগবে না কোনও কর। আগামী সপ্তাহেই আসছে নতুন আয়কর বিল। ছোট দাতব্য ট্রাস্ট অথবা প্রতিষ্ঠানের জন্য অনুমতি রেজিস্ট্রেশনের সময়কাল ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। স্ট্যান্ডার্ড ডিডাকশন যোগ করলে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয় করা কোনও ব্যক্তির আর আয়কর দিতে হবে না। আর ১২ থেকে ১৬ লক্ষ টাকা যাঁদের আয়, তাঁরা ১০ শতাংশ হারে কর দেবেন। ১৬ থেকে ২০ লাখ আয় যাঁদের তাঁদের ১৫ শতাংশ আয়কর দিতে হবে। ২০ থেকে ২৪ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে ২৫ শতাংশ এবং ২৪ লাখের বেশি আয় করলে ৩০ শতাংশ হারে আয়কর দিতে হবে।