কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাস হয়ে গেল 'এক দেশ, এক নির্বাচন' বিল। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে এই বিলে সিলমোহর দেওয়া হয়। যার প্রধান লক্ষ্য হল - সারা দেশে একইসঙ্গে সমস্ত নির্বাচনের আয়োজন করা। যে ব্যবস্থাপনা ক্রমান্বয়ে বিভিন্ন ধাপে কার্যকর করা হবে।
টাইম অফ ইন্ডিয়া-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সংশ্লিষ্ট কোনও এক সূত্র মারফত জানা গিয়েছে, খুব সম্ভবত আগামী সপ্তাহেই এই বিল সংসদে উপস্থাপিত করা হবে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে 'এক দেশ, এক নির্বাচন'-এর উদ্যোগে সম্মতি জানিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। যাতে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছিল, এই বিল আইনে পরিণত হলে আগামী দিনে সারা দেশে লোকসভা, বিধানসভা এবং পঞ্চায়েত ও পৌর নির্বাচন - সবকিছুই ১০০ দিনের সময়সীমার মধ্যে কার্যত একসঙ্গে মিটিয়ে ফেলা হবে।
মোদী সরকারের যুক্তি, এই ব্যবস্থাপনা কার্যকর হলে একদিকে যেমন নির্বাচনের খরচ কমবে, তেমনই বারবার নির্বাচনী বিধিনিষেধ এবং আদর্শ আচরণ বিধি পালনের ঝক্কিও কমবে। সেক্ষেত্রে উন্নয়নমূলক কাজ করার সময় আরও বেশি পাওয়া যাবে বলেও দাবি করছে সরকার পক্ষ।
নিউজ এইটিন-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, কেন্দ্রের প্রধান শাসকদল বিজেপির তরফ থেকে একটি তিন লাইনের হুইপ জারি করা হয়েছে। তাতে দলীয় সাংসদদের উদ্দেশে কড়া এবং নির্দিষ্ট নির্দেশ দিয়ে বলা হয়েছে, তাঁরা সকলেই যেন আগামী ১৩ ও ১৪ ডিসেম্বর (আগামিকাল ও পরশু) অবশ্যই সংসদে উপস্থিত থাকেন। সূত্রের দাবি, ওই দুই দিন সংসদের অধিবেশনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। সেই কারণেই এই হুইপ জারি করা হয়েছে।
উল্লেখ্য, বুধবারই 'এক দেশ, এক নির্বাচন' নিয়ে কঠোর এবং স্পষ্ট ভাষায় আরও একবার কেন্দ্রীয় সরকারের অবস্থান ব্যাখ্যা করেন কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁর বক্তব্য ছিল, একের পর এক নির্বাচনে মার খাচ্ছে দেশের সামগ্রিক উন্নয়ন। এই বাধা কাটাতে তাই 'এক দেশ, এক নির্বাচন' চালু করা ছাড়া কোনও গতি নেই।
কুরুক্ষেত্রে আয়োজিত আন্তর্জাতিক গীতা পাঠের অনুষ্ঠান মঞ্চ থেকে শিবরাজ দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এভাবেই সারা দেশ প্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর সংশ্লিষ্ট সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা আইএনএস দাবি করেছিল, মোদী সরকার 'এক দেশ, এক নির্বাচন' নীতি কার্যকর করতে শীঘ্রই পদক্ষেপ করতে চলেছে। এবং চলতি শীতকালীন অধিবেশনেই এই সংক্রান্ত বিল সংসদে পেশ করার তোড়জোড় শুরু করে দিয়েছে।