বাংলা নিউজ > ঘরে বাইরে > Nirmala Sitharaman on Indian Muslims: ‘পাকিস্তানের থেকে ভারতের মুসলিমরা ভালো আছেন’, পশ্চিমীদের চোখ খুলতে বোঝালেন নির্মলা

Nirmala Sitharaman on Indian Muslims: ‘পাকিস্তানের থেকে ভারতের মুসলিমরা ভালো আছেন’, পশ্চিমীদের চোখ খুলতে বোঝালেন নির্মলা

পিআইআইই সভাপতি অ্যাডাম পোসেনের সঙ্গে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। (PTI)

'পাকিস্তানের থেকে ভারতে মুসলিমরা ভালো আছে।' আমেরিকায় গিয়ে পশ্চিমা বিশ্বের চোখ খুলতে এমনই মন্তব্য করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সঙ্গে তিনি উদাহরণ তুলে ধরে নিজের মন্তব্যের পক্ষে যুক্তিও খাড়া করেন। 

'পাকিস্তানের থেকে ভারতে মুসলিমরা ভালো আছে।' আমেরিকায় গিয়ে পশ্চিমা বিশ্বের চোখ খুলতে এমনই মন্তব্য করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। উল্লেখ্য, এবছর ভারত জি-২০ গোষ্ঠীর সভাপতি। এই আবহে জি-২০-র অন্তর্গত বিভিন্ন দেশের প্রতিনিধি ভারতে আসছেন গুরুত্বপূর্ণ সব বৈঠকে অংশ নিতে। এবারের জি-২০-র বৈঠক হতে চলেছে কাশ্মীরেও। তবে কাশ্মীর ইস্যুতে বারংবার ভারতের বিরুদ্ধে মিথ্যা অভিযোন এনে আন্তর্জাতিক মহলে নিজেদেরই মুখ পোড়ায় পাকিস্তান। এদিকে ভারতে মুসলিমদের ওপর 'অত্যাচারে'র অভিযোগ নিয়েও বারবার ওআইসি থেকে রাষ্ট্রসংঘে ভিত্তিহীন সব দাবি করেছে ইসলামাবাদ। আর এহেন পরিস্থিতিতে পাকিস্তানের এককালের 'বেস্ট ফ্রেন্ড' আমেরিকায় গিয়ে বাণিজ্যিক ক্ষেত্রে ভারত বিরোধী মনোভাবকে মোছার চেষ্টা করলেন নির্মলা। নির্মলা বলেন, 'ভারতে কী হচ্ছে, তা নিজে চোখে দেখে যান। যারা কখনও ভারতে যাননি, তাদের কথা বিশ্বাস করার থেকে নিজের চোখকে বিশ্বাস করা ভালো।' (আরও পড়ুন: মামলার পর কি ডিএ ধরনা মঞ্চ উঠবে ময়দান থেকে? সেনার বিরুদ্ধে বিস্ফোরক যৌথ মঞ্চ)

প্রসঙ্গত, সম্প্রতি বাংলা-বিহারের মতো রাজ্যে রামনবমীর মিছিলকে ঘিরে দুই সম্প্রদায়ের মধ্যে বেঁধেছিল সংঘর্ষ। বিহারে এই সংঘর্ষে জখম হয়ে মৃত্যু হয়েছিল এক নাবালকের। এদিকে সাম্প্রতিককালেও একাধিক সাম্প্রদায়িক ইস্যুতে উত্তপ্ত হয়েছে দেশ। বিজেপি থেকে বহিষ্কৃত নেত্রী নুপূর শর্মার পয়গম্বর বিতর্ক নিয়ে তোলপাড় হয়েছিল গোটা দেশ। আন্তর্জাতিক মহলের তরফ থেকে ভারত সরকারের কাছে এই বিষয় নিয়ে জবাবদিহিও চাওয়া হয়েছিল। এই সব ইস্যুকে হাতিয়ার করেই পাকিস্তান, তুরস্কের মতো দেশ আন্তর্জাতিক মহলে বারবার ভারতকে কালিমালিপ্ত করার চেষ্টা করে। তবে এই ইস্যুতে এবার সাফ ভাষায় ভারতের অবস্থান স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

আরও পড়ুন: 'মমতা আদপে ফ্যাসিস্ট', দিল্লির ডিএ ধরনায় মুখ্যমন্ত্রীর মুণ্ডপাত, উঠল চোর স্লোগান

উল্লেখ্য, গতকাল ওয়াশিংটনে এক অনুষ্ঠানে পিআইআইই সভাপতি অ্যাডাম পোসেন নির্মলাকে প্রশ্ন করেন, 'ভারতে মুসলিমদের পরিস্থিতি, এবং বিরোধী রাজনীতিবিদদের নিয়ে যে বিরূপ মতামত রয়েছে, এর জেরে কি বিনিয়োগ পেতে সমস্যায় পড়তে হয় ভারতকে?' এই প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী নির্মলা বলেন, 'এই প্রশ্নের জবাব তো সেই সব বিনিয়োগকারীদের সঙ্গেই রয়েছে যাঁরা ভারতে এসে বিনিয়োগ করছেন। তাঁরা তো আসা বন্ধ করে দেননি। এদিকে বিনিয়োগ পেতে আগ্রহী পক্ষ হিসেবে আমি বলতে পারি যে, আসুন আমাদের দেশে। ভারতে কী হচ্ছে, তা নিজে চোখে দেখে যান। যারা কখনও ভারতে যাননি, তাদের কথা বিশ্বাস করার থেকে নিজের চোখকে বিশ্বাস করা ভালো।' এরপর নির্মলা আরও বলেন, 'ভারতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যা রয়েছে। এই জনসংখ্যা আরও বাড়ছে। যা বলা হয় বা লেখা হয়, যে সরকারের মদতে মুসলিমদের জীবন কঠিন করে তোলা হচ্ছে... তা যদি সত্যি হত, তাহলে কি ১৯৪৭ সালের তুলনায় এই জনসংখ্যা বৃদ্ধি পেত? সত্যিটা হল, পাকিস্তানের থেকে ভারতে মুসলিমরা ভালো আছেন। পাকিস্তানে সব সংখ্যালঘুদের সংখ্যা শুধুই কমেছে। এমনকী সেদেশে মাজারে হামলা হয়, শিয়াদের ওপর সহিংসতা হয়। আমাদের দেশে বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন।'

বন্ধ করুন