কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২২-২০২৩ অর্থবর্ষের জন্য মঙ্গলবার বাজেট পেশ করেছেন। এটাই ছিল তাঁর সংক্ষিপ্ততম বাজেট। এদিন বাজেট পেশের সময় মহাভারত থেকে একটি শ্লোক উল্লেখ করেছেন নির্মলা সীতারামন। তারপরেই কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ করের প্রস্তাবগুলি ঘোষণা করেন। অর্থমন্ত্রী মহাভারত মহাকাব্য থেকে যেসব শ্লোক উল্লেখ করেছেন তা মহাভারতের শান্তিপর্ব অধ্যায় থেকে নেওয়া হয়েছে। শ্লোকটি পড়ার পর তিনি তার ইংরেজি অনুবাদও বলেছেন।
মহাভারতের যে শ্লোকের কথা সীতারামন উল্লেখ করেছেন তার অর্থ হল, 'রাষ্ট্রকে যে কোনও ধরনের শিথিলতা পরিত্যাগ করে ধর্মের সঙ্গে সামঞ্জস্য রেখে কর আদায় করতে হবে। সেইসঙ্গে ধর্মের সাথে সামঞ্জস্য রেখে রাষ্ট্র পরিচালনা করে জনগণের কল্যাণের ব্যবস্থা করতে হবে।' যদিও সময়ের অভাবে পুরো শ্লোক পড়েননি সীতারামন।
অনেকেই মনে করছেন কর আদায় নিয়ে বোঝাতে গিয়ে মহাভারতের এই শ্লোক উল্লেখ করতে চেয়েছিলেন সীতারামন। তিনি বলেন, 'আমাদের দেশ মহাভারতের মতো প্রাচীন গ্রন্থগুলি থেকে জ্ঞান সংগ্রহ করে অগ্রগতির পথে এগিয়ে চলেছে।' অর্থমন্ত্রী বলেন, 'সরকারের ঘোষিত নীতি অব্যাহত রেখে আরও সংস্কার করায় আমাদের লক্ষ্য।' প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের বাজেট পেশের পর এই সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। এই বাজেট সাধারণ মানুষদের পক্ষে নয় বলেই সমালোচনায় সরব হয়েছেন অধিকাংশ বিরোধীরা।