বাংলা নিউজ > ঘরে বাইরে > স্বাস্থ্যবিধি মেনে বিমানযাত্রীদের খাবার ও পানীয় পরিবেশনের অনুমতি কেন্দ্রের

স্বাস্থ্যবিধি মেনে বিমানযাত্রীদের খাবার ও পানীয় পরিবেশনের অনুমতি কেন্দ্রের

ফের স্বাভাবিক বিমান চলাচলের ব্যবস্থা করতে প্রয়াসী কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।

ঘরোয়া উড়ানে যাত্রীদের প্যাকেটজাত খাবার ও পানীয় সরবরাহ করা হবে। আন্তর্জাতিক উড়ানে মিলবে গরম খাবার ও পরিমিত পানীয়।

দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পরে ক্রমে স্বাভাবিক হওয়ার পথে উড়ান পরিষেবা। সে দিকে নজর রেখে বিমানে ফের খাবার ও পানীয় পরিবেশনের অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। 

কোভিড পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী লকডাউন জারি করার সঙ্গে সঙ্গে বন্ধ হয়েছিল ঘরোয়া ও আন্তর্জাতিক উড়ান পরিষেবা। ধীরে ধীরে লকডাউন পর্বের কড়াকড়ি শিথিল করার পরে ফের স্বাভাবিক বিমান চলাচলের ব্যবস্থা করতে প্রয়াসী কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। 

কড়া নিষেধাজ্ঞার মধ্যে ২৫ মে থেকে বিমান পরিষেবা চালু হয়েছিল। কিন্তু নিয়মের নিগড়ে বিমানে যাত্রীদের খাবার ও পানীয় পরিবেশনে নিষেধাজ্ঞা বহাল রেখেছিল মন্ত্রক। সম্প্রতি সেই নিষেধাজ্ঞা শিথিল করার পথে হাঁটতে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

নতুন ব্যবস্থায় বিমানযাত্রীদের ফের খাবার ও পানীয় পরিবেশনে ছাড় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক। বলা হয়েছে, ঘরোয়া উড়ানে যাত্রীদের বিমানে প্যাকেটজাত খাবার ও পানীয় সরবরাহ করা হবে। আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে মাস্ক ও গ্লাভস পরে যাত্রীদের গরম খাবার ও সীমিত পরিমাণে পানীয় পরিবেশন করতে পারবেন বিমানকর্মীরা। খাওয়ার জন্য কাঁটা, চামচ ও ছুরি থাকলে তা একবারই ব্যবহারযোগ্য হতে হবে।

এ ছাড়া, বিমানযাত্রী, চালক ও কর্মীদের সকলকেই বিমানের ভিতরে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে। মেনে চলতে হবে দূরত্ব বিধিও। মাস্ক না পরতে চাইলে সংশ্লিষ্ট যাত্রীকে ‘নো ফ্লাই লিস্ট’-এর অন্তর্ভুক্ত করা হবে।

ঘরে বাইরে খবর

Latest News

‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো ‘ক্রু’ সিনেমায় ক্যামিয়ো রোলে দেখা যাবে তৈমুর-জেহকে? BTS ভিডিয়ো ঘিরে তুমুল হইচই 'ভেবেছিলাম সমস্যা হবে...', সপ্তর্ষিকে বিয়ে করার অনুমতি সোহিনীকে কে প্রথম দেন? বাংলায় নতুন আটটি মেডিক্যাল কলেজের অনুমোদন, চিকিৎসা জগতে বড় সুখবর তোমাকে প্রার্থী করতে পারলাম না, বরাহনগরের কাউন্সিলরকে ফোন মমতার কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা দক্ষিণে আসন সমঝোতা নিয়ে জোর চেষ্টা করছে সিপিএম, কংগ্রেসের দাবি বাড়ছে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.