বাংলা নিউজ > ঘরে বাইরে > দাম চড়ার অশনি সংকেত, পেঁয়াজ রফতানির উপর নিষেধাজ্ঞা আরোপ কেন্দ্রের

দাম চড়ার অশনি সংকেত, পেঁয়াজ রফতানির উপর নিষেধাজ্ঞা আরোপ কেন্দ্রের

মূল্যবৃদ্ধির আশঙ্কায় সব রকম পেঁয়াজ রফতানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করল কেন্দ্রীয় সরকার। 

গত এপ্রিল-জুলাই মাসে পেঁয়াজ রফতানির হার অস্বাভাবিক ৩০ শতাংশ বৃদ্ধি পায়, যার জেরে বাজারে দাম চড়তে শুরু করেছে।

বাজারে জোগান কমার জেরে মূল্যবৃদ্ধির আশঙ্কায় সব রকম পেঁয়াজ রফতানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করল কেন্দ্রীয় সরকার। সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

গত এপ্রিল-জুলাই মাসে পেঁয়াজ রফতানির হার অস্বাভাবিক ৩০ শতাংশ বৃদ্ধি পায়, যার জেরে বাজারে দাম চড়তে শুরু করেছে।

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ডিরেক্টোরেট জেনারেল অফ ফরেন ট্রেড জানিয়েছে, এ যাবৎ অবাধ রফতানির অনুমোদন দেওয়া হলেও অবিলম্বে পেঁয়াজ রফতানি নিষিদ্ধ ঘোষণা করা হল। 

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর শেষ বার পেঁয়াজ রফতানির উপরে এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সে বার ফলন কম হওয়ার কারণে এই নির্দেশ কার্যকর করা হয়েছিল। ওই বছরের ডিসেম্বর মাসে বাজারে পেঁয়াজের দাম উঠেছিল কেজিপ্রতি ৮০ টাকা পর্যন্ত। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ২০২০ সালের মার্চ মাসে নিষেধাজ্ঞা তুলে নেয় কেন্দ্র।

সরকারি হিসেব অনুযায়ী, ২০১৯-২০ অর্থবর্ষে মোট ৩২৮ কোটি ডলার মূল্যের পেঁয়াজ ও ১১২ কোটি ডলার মূল্যের শুকনো পেঁয়াজ রফতানি করেছে ভারত। এর মধ্যে প্রতিবেশী বাংলাদেশেই পাঠানো হয়েছে ১৫৭.৭% পেঁয়াজ। 

সাধারণত, ভারতীয় রসনায় অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান পেঁয়াজের মূল্যবৃদ্ধি কেন্দ্র করে অতি সংবেদনশীল দেশবাসী।

সোমবার প্রকাশিত কেন্দ্রীয় সরকারের হিসেবে, গত অগস্ট মাসে দেশের খুচরো বাজারে মুদ্রাস্ফীতির হার বেড়ে দাঁড়ায় ৬.৬৯%। গ্রাহক মূল্য সূচক অনুযায়ী, গত মাসে খাদ্যদ্রব্যে মুদ্রাস্ফীতির হার কমেছে ৯.০৫%। তা সত্ত্বেও অগস্টে সামগ্রিক খাদ্য ও পানীয়ের মুল্যবৃদ্ধির হার বেড়ে দাঁড়ায় ৮.৩%।

 ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চ সংস্থার প্রধান অর্থনীতিবিদ সুনীল কুমার সিনহার মতে, সেপ্টেম্বর মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার কমপক্ষে ৪.৫% না কমলে পরবর্তী তিনটি ত্রৈমাসিকে খুচরো মুদ্রাস্ফীতির হার ৬ শতাংশ ছাড়িয়ে যাবে। মুদ্রাস্ফীতিতে লাগাম দিতে তাই আপাতত পেঁয়াজ রফতানিতে নিশেধাজ্ঞা আরোপের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে কেন্দ্রীয় সরকার।
 

ঘরে বাইরে খবর

Latest News

কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.