বাংলা নিউজ > ঘরে বাইরে > ভারতে গোষ্ঠী সংক্রমণ দেখা দিয়েছে, স্বীকার করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

ভারতে গোষ্ঠী সংক্রমণ দেখা দিয়েছে, স্বীকার করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

ভারতের বিভিন্ন প্রান্তে গোষ্ঠী সংক্রমণ দেখা দিয়েছে, স্বীকার করলেন স্বাস্থ্যমন্ত্রী।

বিভিন্ন রাজ্যের নানান অঞ্চল থেকে গোষ্ঠী সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। তবে দেশজুড়ে সেই অবস্থা দেখা দেয়নি।

অবশেষে বিক্ষিপ্ত গোষ্ঠী সংক্রমণের কথা স্বীকার করে নিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবে দেশের সর্বত্র তা দেখাদেয়নি বলে দাবি করলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। 

সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁর রাজ্যের কিছু অংশে গোষ্ঠী সংক্রমণ দেখা দিয়েছে। তারই প্রেক্ষিতে রবিবার তাঁর সাপ্তাহিক সোশ্যাল মিডিয়া অনুষ্ঠান ‘সানডে সংবাদ’-এ স্বাস্থ্যমন্ত্রীর কাছে দেশের সামগ্রিক সংক্রমণ পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হয়। জবাবে মন্ত্রী বলেন, ‘বিভিন্ন রাজ্যের নানান অঞ্চল থেকে গোষ্ঠী সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। তবে দেশজুড়ে সেই অবস্থা দেখা দেয়নি।’

ভারতে গোষ্ঠী সংক্রমণের কথা এখনও পর্যন্ত মানতে নারাজ কেন্দ্র, যদিও গত জুলাই মাসেই কেরালায় তা দেখা দিয়েছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তাঁর দাবি, উপকূলবর্তী দুই গ্রাম পুনথুরা ও পল্লিভিলাতে গোষ্ঠী সংক্রমণ দেখা দিয়েছিল। জুলাই-অগস্ট মাসে অসমেও গোষ্ঠী সংক্রমণের আভাস পাওয়া যায়।

উৎসবের মরশুমের আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর রাজ্যে গোষ্ঠী সংক্রমণ দেখাদেওয়ার কথা স্বীকার করেছেন। এ সম্পর্কে দুর্গাপুজো উপলক্ষে রাজ্যবাসীকে তিনি সতর্কও করেছেন। 

সাধারণত কোভিড সংক্রমণের চারটি ধাপ দেখা গিয়েছে। গত ৩০ জানুয়ারি ভারতের কেরালা রাজ্যে প্রথম কোভিড সংক্রমণ দেখা দেয়। দ্বিতীয় ধাপে বিদেশ সফর ছাড়াই সংক্রমণ ঘটে। তৃতীয় ধাপে দেখা দেয় গোষ্ঠী সংক্রমণ। এই পরিস্থিতিতে সংক্রমণের উৎস খুঁজে পাওয়া যায় না। চতুর্থ ধাপে দেখা দেয় মহামারী। ভারত সরকারের দাবি, দেশে এখনও গোষ্ঠী সংক্রমণ দেখা দেয়নি। 

ঘরে বাইরে খবর

Latest News

নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী? হুগলির দইয়ের পর ঘুগনিতে মজলেন রচনা! উঠল 'মন থেকে' রাজনীতি করা নিয়ে কথা উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয় আগামিকাল কেমন কাটবে আপনার? কারা পাবেন ভালো খবর? কী বলছে ২৯ মার্চের রাশিফল রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু ‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে’, বেজিংকে ধারালো জবাব দিল্লির BJP নয়, CPMই আসলে সাম্প্রদায়িক, কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু IPL-এ এখনই পাওয়া যাবে না সূর্যকে- হার্দিকের চিন্তা বাড়িয়ে সামনে এল বড় আপডেট কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.