বাংলা নিউজ > ঘরে বাইরে > Kiren Rijiju: ‘প্রতিবার যদি আইনজীবীরা হরতাল করেন...’, বিচারপতি বদলি নিয়ে বিস্ফোরক আইনমন্ত্রী

Kiren Rijiju: ‘প্রতিবার যদি আইনজীবীরা হরতাল করেন...’, বিচারপতি বদলি নিয়ে বিস্ফোরক আইনমন্ত্রী

কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

উল্লেখ্য, গুজরাট হাই কোর্টের বিচারপতি বদলির বিরোধিতায় সম্প্রতি আন্দোলন শুরু করেন গুজরাট বার কাউন্সিলের আইনজীবীরা। এই ঘটনা নিয়ে ‘উদ্বেগ’ প্রকাশ করেন রিজিজু।

কলেজিয়ামের সিদ্ধান্ত এবং বিচারপতি নিয়োগ নিয়ে বিগত বেশ কয়েকদিন ধরেই একাধিক মন্তব্য করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু। এবার ফের একবার বিচারপতি বদলি নিয়ে কলেজিয়ামের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করলেন আইনমন্ত্রী। উল্লেখ্য, গুজরাট হাই কোর্টের বিচারপতি বদলির বিরোধিতায় সম্প্রতি আন্দোলন শুরু করেন গুজরাট বার কাউন্সিলের আইনজীবীরা। তাঁরা প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের সঙ্গে দেখা করার দাবি জানান। প্রধান বিচারতিও আইনজীবীদের দাবি অনুযায়ী দেখা করতে রাজি হয়েছেন। এই আবহে আইনজীবীদের আচরণ নিয়ে প্রশ্ন তুললেন আইনমন্ত্রী কিরেণ রিজিজু।

কিরেণ রিজিজু বলেন, ‘গতকাল শুনলাম কিছু আইনজীবী বদলির একটি ঘটনার প্রেক্ষিতে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে চান। এই বিষয়টি হয়ত বিচ্ছিন্ন হতে পারে, কিন্তু যদি কলেজিয়ামের প্রতিটি সিদ্ধান্তের প্রেক্ষিতে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে কোথায় গিয়ে পৌঁছবে এই পরিস্থিতি। পুরো বিষয়টির মাত্রা বদলে যাবে। এটা শুধু বিচার বিভাগের একার বিষয় নয়।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘এখন কোনও এক ইস্যুতে ধর্মঘট করছেন আইনজীবীরা। সামনের দিনগুলোতে হয়ত আমরা এই ধরনের ঘটনা আরও ঘন ঘন দেখতে পারি। আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এটা প্রতিষ্ঠানের জন্য ভালো কিনা। আপনি যদি প্রতিষ্ঠানকে সম্মান না করেন তবে আপনি নিজেকে অসম্মান করেন।’ তিনি আরও বলেন, ‘আমাদের যদি এটা নিশ্চিত করতে হয় যে ভারতীয় বিচারব্যবস্থা মজবুত থাকবে, তাহলে শুধু আদালত নয় বার কাউন্সিলকেও শক্তিশালী করতে হবে। কোনও ব্যক্তি প্রতিষ্ঠানের উপর প্রাধান্য লাভের চেষ্টা করলে বিপদ হয়। প্রতিষ্ঠানের মতামতই প্রাধান্য হওয়া উচিত। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় আইনজীবীদের আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন ঘটনা ঘটেছে যেখানে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তুলনায় একজন আইনজীবীর ব্যক্তিগত মতামত বেশি প্রাধান্য পেয়েছে।’

 

বন্ধ করুন