গুজরাটের আমেদাবাদের এক মন্দিরে ছেলে জয় শাহের ওপর 'বিরক্তি' প্রকাশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এই আবহে নিজের ছোট্ট ছেলের সামনেই বাবার বকুনি হজম করতে হল আইসিসি সভাপতি জয় শাহকে। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করতে পারেনি হিন্দুস্তান টাইমস বাংলায়। তবে সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, অমিত শাহ আরতির পরে নাতির কপালে প্রদীপের শিখা ঠেকাতে যাচ্ছেন। তখন জয় শাহের কোলে অমিতের নাতি। অমিত শাহ নাতির কাছে প্রদীপ নিয়ে যেতেই জয় শাহ নিজের ছেলেকে কিছুটা সরিয়ে নেন। তখন অমিত শাহকে বলতে শোনা যায়, 'কিছু হবে না। তোমার ছেলে কি নতুন হয়েছে নাকি?' (গুজরাটিতে অমিত শাহ বলেন: কাসু নাই থায়, তারে কাই নভো নাভে নো ছোকরো চে)। (আরও পড়ুন: আদানি, SEBI প্রধানকে নিয়ে বিস্ফোরক সব দাবি করা হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হচ্ছে)
আরও পড়ুন: নির্বাচন ব্যবস্থায় আমূল পরিবর্তনের সুপারিশ, 'আমেরিকা' হতে চাইছে বাংলাদেশ?
আরও পড়ুন: সাংবিধানিক সংস্কারে বাংলাদেশের নাম বদলের সুপারিশ, কী হতে পারে নয়া নাম?
রিপোর্ট অনুযায়ী, বুধবার আমেদাবাদের জগন্নাথ মন্দিরে পরিবার সমেত গিয়েছিলেন অমিত শাহ। বর্তমানে তিন দিনের গুজরাট সফরে আছেন তিনি। উত্তরায়ণ উদযাপনের সময় মন্দিরে পুজো দিয়ে গিয়েছিলেন অমিত শাহ। ভিডিয়োতে দেখা যাচ্ছে, গো-পুজনের অঙ্গ হিসেবে আরতি করছেন শাহ। এদিকে বুধবার বেশ কিছু সরকারি অনুষ্ঠানে অংশ নেন অমিত শাহ। গান্ধীনগর জেলার মানসা তালুকের আম্বোদ গ্রামে ২৪১ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন অমিত শাহ। সেখানে আম্বোদে মহাকালী মাতা মন্দিরে একটি কৃত্রিম হ্রদ, একটি চেক ড্যাম এবং একটি বাঁধ তৈরির কাজের সূচনা করেন অমিত শাহ। কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে আম্বোদের চেক ড্যামটি স্থানীয় কৃষিকাজে পরিবর্তন আনবেন। এছাড়াও এলাকা পানীয় জলে উচ্চ মাত্রায় ফ্লোরাইডের মাত্রায় ভোগা শিশুদের জীবন বদলে দেবে বলে দাবি করেন অমিত শাহ। (আরও পড়ুন: টানা ৯৬ ঘণ্টার আলোচনা, ট্রাম্পকে কৃতিত্ব বাইডেনের, গাজায় কবে থেকে যুদ্ধবিরতি?)
আরও পড়ুন: আগে মিলেছিল ৪.৫ কোটি, ৬০০০ কোটি টাকার সেই জালিয়াতি মামলায় এবার বেহালা-হাওড়ায় ED
এদিকে আজ, বৃহস্পতিবার মেহসানার ভাদনগরে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন বিজেপি নেতা। আজ একটি পুরাতাত্ত্বিক অভিজ্ঞতা সংগ্রহালয়, প্রেরণা সঙ্কুল এবং পর্যটকদের এক অনন্য এবং একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আমেদাবাদ থেকে মুম্বই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কোচিন এবং আমেদাবাদ বিমানবন্দরে 'ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশন-ট্রাস্টেড ট্রাভেলার প্রোগ্রাম' (এফটিআই-টিটিপি) উদ্বোধন করবেন।