বাংলা নিউজ > ঘরে বাইরে > Giriraj Singh on love jihad:'দেশে লাভ জেহাদের মিশন চলছে', শ্রদ্ধা হত্যাকাণ্ডে মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের

Giriraj Singh on love jihad:'দেশে লাভ জেহাদের মিশন চলছে', শ্রদ্ধা হত্যাকাণ্ডে মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের

গিরিরাজ সিং (Photo by Santosh Kumar /Hindustan Times)

গিরিরাজ সিং বলেন, ‘ দিল্লির ঘটনা দুর্ভাগ্যজনক।’ তিনি একই সঙ্গে বলেন,'দেশের ভিতর লাভ জেহাদের মিশন চলছে।' উল্লেখ্য, দিল্লিতে গত মে মাসে শ্রদ্ধাকে হত্যা করার অভিযোগ রয়েছে তাঁর সঙ্গী আফতাবের বিরুদ্ধে। শ্রদ্ধাকে হত্যা করে সে ৩৫ টুকরো করে তা ছড়িয়ে দেয় দিল্লির বিভিন্ন জায়গায়।

দিল্লির বুকে নারকীয় হত্যাকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য় ছড়িয়েছে। ২৬ বছর বয়সী শ্রদ্ধা ওয়াকারের মৃত্যুতে অভিযোগ গিয়েছে তাঁর লিভ ইন পার্টনার আফতাব পুনাওয়ালার বিরুদ্ধে। সেই ঘটনা নিয়ে মুখ খোলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেন দেশে লাভ জিহাদের মিশন চলছে।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্টে এই হত্যাকাণ্ড ঘিরে নানান বক্তব্য উঠে এসেছে। প্রশ্ন উঠেছে আফতাবের পরিচিতি নিয়ে। বিষয়টি নিয়ে গিরিরাজ সিং বলেছেন, হিন্দু মহিলাদের ভুলিয়ে ভালিয়ে, তাঁদের হত্যা করে তাঁদের টুকরো টুকরো করা হচ্ছে। তিনি বলেন, অমুসলিম হলেই তাঁকে টুকরো টুকরো করা হচ্ছে। গিরিরাজ সিং বলেন, ‘ দিল্লির ঘটনা দুর্ভাগ্যজনক।’ তিনি একই সঙ্গে বলেন,'দেশের ভিতর লাভ জেহাদের মিশন চলছে।' উল্লেখ্য, দিল্লিতে গত মে মাসে শ্রদ্ধাকে হত্যা করার অভিযোগ রয়েছে তাঁর সঙ্গী আফতাবের বিরুদ্ধে। শ্রদ্ধাকে হত্যা করে সে ৩৫ টুকরো করে তা ছড়িয়ে দেয় দিল্লির বিভিন্ন জায়গায়। এদিকে, শ্রদ্ধার বাড়ি থেকে তাঁর পরিবার যোগাযোগ করতে না পারায় শুরু উৎকণ্ঠা। তারপর থেকেই খোঁজ শুরু হয়। পুলিশের দ্বারস্থ হন শ্রদ্ধার বাবা। এরপর সমস্তটা সামনে আসে। শুরু হয় পুলিশি তদন্ত। আর ঘটনায় অভিযুক্ত আফতাবের মৃত্যু দণ্ড চাইছেন শ্রদ্ধার বাবা।

জানা যাচ্ছে, ফ্রিজে শ্রদ্ধার টুকরো করা দেহ রেখে , সেই বাড়িতেই বহু মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হত আফতাব। সে পুলিশি জেরার মুখে জানিয়েছে এই তথ্য। এদিকে, বাড়িতে যে সমস্ত মহিলারা আসতেন তাঁরাও পেতেন ক্লোরিনের গন্ধ বলে দাবি। জোরালো রুম ফ্রেশনারের গন্ধ উঠে আসত বাড়ির চারিদিক থেকে। তবে সন্দেহ হয়নি কারওরই। এরপর মুম্বই পুলিশের তদন্তে ধীরে ধীরে উঠে আসে সমস্ত তথ্য। গ্রেফতার হয় আফতাব। আজও তাকে নিয়ে দিল্লির বিভিন্ন জায়গায় তদন্তের স্বার্থে ঘুরেছে পুলিশ।

বন্ধ করুন