বাংলা নিউজ > ঘরে বাইরে > রাজস্থান সরকার ফেলতে বিধায়কদের ঘুষের ছক, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে FIR দায়েরের দাবি কংগ্রেসের

রাজস্থান সরকার ফেলতে বিধায়কদের ঘুষের ছক, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে FIR দায়েরের দাবি কংগ্রেসের

কংগ্রেসের জাতীয় মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা (ফাইল ছবি, সৌজন্য এএনআই)

 ভানওয়ার লাল শর্মাকে প্রাথমিকভাবে কংগ্রেস থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে।

রাজস্থান সরকারকে ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতে শোনা গিয়েছে। সেজন্য কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি তুললেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা।

শুক্রবার সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) একটি অভাবনীয় টেপ চালিয়েছিল সংবাদমাধ্যম। তাতে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, বিজেপি নেতা সঞ্জয় জৈন এবং কংগ্রেস বিধায়ক ভানওয়ার লাল শর্মাকে বিধায়কদের ঘুষ দেওয়া এবং রাজস্থান সরকার ফেলার কথা বলতে শোনা গিয়েছে। তাই কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের বিরুদ্ধে স্পেশাল অপারেশন গ্রুপকে (এসওজি) এফআইআর দায়ের এবং টেপ নিয়ে তদন্ত শুরুর দাবি জানাচ্ছি। যদি এটা বোঝা যায় যে উনি তদন্তে প্রভাব বিস্তার করতে পারেন, তাহলে সমন জারি করা হোক এবং তৎক্ষণাৎ তাঁকে গ্রেফতার করা উচিত।’

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানিয়েছেন, রাজস্থান সরকার ফেলে দেওয়ার জন্য বিদ্রোহী কংগ্রেস বিধায়কদের সঙ্গে আঁতাত করেননি। পাশাপাশি টেপ নিয়ে তদন্তেরও দাবি তুলেছেন তিনি।

এদিকে, সচিন পাইলট ক্যাম্পের ভানওয়ার লাল এবং বিজেপি নেতা সঞ্জয়ের বিরুদ্ধেও এফআইআর দায়েরের দাবি তুলেছে কংগ্রেস। কারা ‘কালো টাকা’-র বন্দোবস্ত করেছে এবং কাদের সেই ঘুষ দেওয়া হয়েছে, তা খুঁজে বের করার জন্য তদন্ত অত্যন্ত জরুরি বলে দাবি করেন সুরজেওয়ালা। কংগ্রেসের তরফে আপাতত ভানওয়ার এবং বিশ্বেন্দ্র সিংয়ের প্রাথমিক সদস্যপদ খারিজ করে দেওয়া হয়েছে।

একইসঙ্গে পাইলটকেও জনসমক্ষে এসে নিজের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন সুরজেওয়ালা। তিনি বলেন, ‘সচিন পাইলটের সামনে এগিয়ে আসা উচিত এবং বিজেপিকে বিধায়কদের তালিকা দেওয়ার অভিযোগের বিষয়ে জনসমক্ষে নিজের অবস্থান স্পষ্ট করুন।’

ঘরে বাইরে খবর

Latest News

হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'ওর মতে আমি…', নির্বাচনের আগেই আত্মবিশ্বাসী সায়নী! কী বললেন বন্ধু রাজ? হবে ঝড়বৃষ্টি, জারি সতর্কতা, এরই মধ্যে দক্ষিণবঙ্গে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি সামনে গম্ভীর, পিছনে বিরাট- ‘আগুনে পেট্রোল’ ঢালল KKR! কী হবে ভেবে কাঁপছে নেটপাড়া ৬ বছরের ছোট শোভনের সঙ্গে প্রেম নিয়ে অকপট, বিয়ের কথা উঠতেই সোহিনী বললেন… কোরি অ্যান্ডারসনের সঙ্গে আমেরিকার জাতীয় দলে দুই 'ভারতীয়', জায়গা হল না উন্মুক্তের ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি আতঙ্কের নয়া নাম 'BIN অ্যাটাক', এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত KKR বধ করতে সবুজ পিচ তৈরি RCB-র, মাথায় হাত গম্ভীরের,কোন নাইট স্পিনার বাদ পড়বেন? ‘‌পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম’‌, বিজেপিতে ফিরে মুকুল সাক্ষাতে অর্জুন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.