শ্রীনগরে জি-২০ মিটিংয়ে অংশ নিচ্ছে না চিন। এবার এনিয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি সাফ জানিয়েছেন, চিন জি ২০ মিটিংয়ে অংশ না নিলেও কোনও ফারাক হবে না। এটা তাদের ক্ষতি, ভারতের নয়।
তৃতীয় জি-২০ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের মিটিং। চিন ছাড়া প্রায় সমস্ত জি-২০ দেশের প্রতিনিধিরা শ্রীনগরে এসে গিয়েছেন সোমবার।এবার এনিয়ে সংবাদ সংস্থা পিটিআইয়ের সামনে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানিয়েছেন, এটা কোনও ফারাক তৈরি করবে না। চিন আসছে না এটা চিনের ক্ষতি। এটা ভারতের কোনও ব্যাপার নয়।
এদিকে পূর্ব লাদাখের এই পরিস্থিতির জেরেই কি চিন এই মিটিংয়ে যোগ দিল না? সেই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, বিষয়টি বিদেশমন্ত্রী বলবেন।
এদিকে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, সবথেকে বড় কথা হল সাধারণ মানুষের মধ্য়ে সাড়া পড়ে গিয়েছে। যদি আপনি শ্রীনগরের রাস্তায় কারোর সঙ্গে কথা বলেন তিনি খোলা মনে কথা বলতে পারবেন না। তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জেরে ভয়ের যে চাদর ছিল সেটা ধীরে ধীরে উঠে যাচ্ছে।
এদিকে চিন কেন এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে অংশ নিচ্ছে না তা নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে। সীমান্তে জটিলতার জেরে এই পরিস্থিতি তৈরি হচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। তবে এবার এনিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী। সেই সঙ্গেই ভয়হীন কাশ্মীর, সন্ত্রাসমুক্ত কাশ্মীরের প্রসঙ্গও উত্থাপন করলেন তিনি। সেই সঙ্গে তিনি জানিয়ে দিলেন চিন যোগ না দিলে তাতে ভারতের কোনও ক্ষতি হবে না।