ভারতে পরিষেবা প্রদানের অনুমোদন আদায় করতে হলে ইলন মাস্কের সংস্থা 'স্টারলিঙ্ক'কে এদেশের সমস্ত নীতি ও আইন মেনে চলতে হবে। মঙ্গলবার একথা বলেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
এই প্রসঙ্গে মন্ত্রী এদিন আরও জানান, স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা প্রদানকারী ওই সংস্থা সংশ্লিষ্ট সমস্ত নিয়ম মানার প্রক্রিয়া শুরু করেছে। তারা সেই প্রক্রিয়া শেষ করলেই তাদের ভারতে পরিষেবা প্রদানের লাইসেন্স দেওয়া হবে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন সিন্ধিয়া বলেন, 'ওদের (স্টারলিঙ্ক সংস্থা) লাইসেন্স পেতে হলে সমস্ত নিয়ম মানতে হবে। আপনাকে নিরাপত্তার দিকটিও তো দেখতে হবে। ওরা সেসব খতিয়ে দেখছে। যখনই প্রয়োজন অনুসারে সমস্ত নিয়ম মানার প্রক্রিয়া শেষ হবে, ওরা লাইসেন্স পেয়ে যাবে।'
প্রসঙ্গত, ভারতে পরিষেবা প্রদানের ক্ষেত্রে ইলন মাস্কের সংস্থাকে আদৌ লাইসেন্স প্রদান করা হবে কিনা, সেই সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে উপরোক্ত মন্তব্য করেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
উল্লেখ্য, বর্তমানে এই ক্ষেত্রটিতে পরিষেবা প্রদানের জন্য ভারতী গোষ্ঠীর সমর্থনপ্রাপ্ত ওয়ানওয়েব এবং জিও-সেস, জিও স্যাটেলাইট কমিউনিকেশনসকে একটি যৌথ প্রকল্পের লাইসেন্স প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট একটি রিপোর্টে দাবি করা হয়েছে, সম্প্রতি টেলিকমিউনিকেশন বিভাগের সঙ্গে স্টারলিঙ্কের একটি বৈঠক হয়। সেই বৈঠকে সংশ্লিষ্ট গাইডলাইনগুলি মেনে চলার বিষয়ে ইলন মাস্কের সংস্থা 'নীতিগতভাবে' প্রতিশ্রুতিবদ্ধ হয়।
সংশ্লিষ্ট রিপোর্টে একথাও জানানো হয় যে সরকারের তরফে এই বিষটির উপর বিশেষ করে গুরুত্ব আরোপ করা হয়েছে এবং এ নিয়ে ইতিমধ্যে বিতর্কও হয়েছে।
প্রসঙ্গত, স্টারলিঙ্কের কাছে এমন এক ব্যবস্থাপনা রয়েছে, যার মাধ্যমে প্রত্যন্ত এলাকায় অত্যন্ত কম খরচে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা প্রদান করা সম্ভব। এর জন্য ওই সংস্থা একটি কৃত্রিম উপগ্রহ মণ্ডল ব্যবহার করে।
তাদের আরও দাবি, বর্তমানে এই ব্যবস্থাপনার আওতায় ৬,৫০০টি কৃত্রিম উপগ্রহ থাকলেও ভবিষ্যতে তার সংখ্যা বাড়িয়ে ৪২,০০০ করার পরিকল্পনা রয়েছে।
প্রসঙ্গত, এই মুহূর্তে ভারতের বাজার ধরার ক্ষেত্রে রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার সঙ্গে কার্যত সম্মুখ সমরে জড়িয়েছে ইলন মাস্কের স্টারলিঙ্ক এবং জেফ বেজোসের কুইপার।
যা নিয়ে টেলিকমিউনিকেশনের সঙ্গে যুক্ত সংস্থাগুলি উদ্বেগ প্রকাশ করছে। তাদের একাংশের বক্তব্য হল, খুচরো গ্রাহকদের জন্য ইন্টারনেট ও টেলি যোগাযোগ পরিষেবা প্রদান করার ক্ষেত্রে কেবলমাত্র নিলামে জয়ী স্যাটেলাইট স্পেকট্রামগুলিই ব্যবহার করা উচিত।
তাহলে এই ধরনের পরিষেবা প্রদানের সময় সংশ্লিষ্ট সব পক্ষই সমান সুযোগ পাবে। কারণ, জয়ী পরিষেবা প্রদানকারী একটি স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে নিজেকে প্রমাণ করে উঠে আসবে, কোনও প্রশাসনিক বরাদ্দের অধীনস্ত হওয়ার সুবিধা ব্যবহার করে নয়।