ফের একবার হুমকি ফোন এল কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ির কাছে। মহারাষ্ট্রের নাগপুরে মন্ত্রীর জনসংযোগের অফিসের ল্যান্ডলাইনে এই ফোনটি এসেছে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশ ওই ব্যক্তিকে চিহ্নিত করেছে। পুলিশ জানতে পেরেছে, অভিযুক্তের নাম জয়েশ পুজারি। এমনকি ওই ফোন নম্বরের সূত্র ধরে এক মহিলারও সন্ধানও পেয়েছে পুলিশ।
কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়িকে হুমিক ফোন নিয়ে পুলিশ একাধিক তথ্য জানিয়েছে। জয়েশ পুজারি ছাড়াও এই ঘটনায় ফোন নম্বর সূত্রে যে মহিলার খোঁজ মিলেছে, তিনি ম্যাঙ্গালুরুতে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কর্মরত বলে জানা গিয়েছে। তাঁর সঙ্গে ইতিমধ্যেই পুলিশের কথা হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, নাগপুরে নিতিন গড়কড়ির অফিসে ফোন করে ১০ কোটি টাকার দাবি করে ওই অভিযুক্ত ব্যক্তি। এর আগে জানুয়ারি মাসে নিতিন গড়কড়ির কাছে ওই একই হুমকি ফোন আসতে থাকে। সেবার নিতিন গড়কড়ির বাড়িতে এসেছিল ফোন। ১০০ কোটি টাকা চেয়ে এসেছিল ফোন। ফোনের ওপার থেকে ব্যক্তি দাবি করেছিল, সে দাউদ ইব্রাহিম গ্যাংয়ের সদস্য। এদিকে, জানুয়ারির ১৪ তারিখে মন্ত্রীর কাছে এসিছল ফোন। এদিনও দুপুর ১১.২৫ মিনিট থেকে ১২.৩০ মিনিটের মধ্যে তিনটি হুমকি ফোন আসে। এরপর নাগপুরের সাংসদ নিতিন গড়কড়ির অফিসের চারপাশে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। ( কেলেঙ্কারি কাণ্ড! ভরা স্টেশনের ব্যস্ত সময় হঠাৎ টিভি স্ক্রিনে পর্ন ক্লিপ, এরপর?)
জানা গিয়েছে, মন্ত্রীর অফিস ও বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে ফোনে। এদিকে, কেন্দ্রীয় মন্ত্রীকে করা হুমকি ফোন ঘিরে পুলিশি তদন্তে দেখা গিয়েছে, ফোন এসেছে হিন্দালগা জেল থেকে। যে ফোন করেছে সেই জয়েশ পুজারি আগেও একই হুমকি ফোন করেছিল, আর সে হিন্দালগা জেলের কয়েদী। যাবজ্জীবন কারাদণ্ডের সাজায় বর্তমানে জেলবন্দি জয়েশ। । জানা গিয়েছে, নাগপুরের অরেঞ্জ সিটি হাসপাতালের পাশে মন্ত্রীর অফিসে তিনবার ফোন আসে।
অন্যদিকে, নিতিন গড়কড়িকে নিয়ে আপত্তিকর পোস্ট ঘিরে একজনকে গ্রেফতার করা হয়েছে। নাগপুর পুলিশের সাইবার ক্রাইম শাখায় এই মামলা রেজিস্টার করা হয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup