সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক বড় বড় রেল দুর্ঘটনা ঘটেছে। যার মধ্যে রয়েছে করমণ্ডল এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ডিব্রুগড় এক্সপ্রেসের মতো দুর্ঘটনা। এছাড়াও, একাধিক ছোট ছোট রেল দুর্ঘটনা প্রায়ই ঘটেছে। আজ শুক্রবার উত্তরপ্রদেশে একটি এক্সপ্রেস ট্রেনে বিপত্তি ঘটেছে। এ নিয়ে বারবার বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছে রেলকে তথা কেন্দ্র সরকারকে। সেক্ষেত্রে বিরোধীরা রেলের বিরুদ্ধে গাফিলতিকেই দায়ী করেছে। আর এবার রেল দুর্ঘটনা নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু। তিনি রেল দুর্ঘটনার নেপথ্যে সরকারের গাফিলতি দেখছেন না। এর পিছনে বড়সড় ষড়যন্ত্র রয়েছে বলে তিনি দাবি করেছেন।
আরও পড়ুন: বারবার রাঙাপানি এলাকায় দুর্ঘটনা, কারণ জানতে সমীক্ষা শুরু করে দিল রেল
কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং দাবি করেছেন, যে ভারতে সাম্প্রতিক রেল দুর্ঘটনার তদন্তে কিছু বিপজ্জনক জিনিস উঠে এসেছে যাতে ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। মন্ত্রী সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, এর আগে আলিগড়ে একটি ট্রেন দুর্ঘটনার তদন্তে নেমে রেলপথে একটি অ্যালয় হুইল পাওয়া গিয়েছিল। এর মানে বড় ষড়যন্ত্রও প্রকাশ পাচ্ছে। তিনি আরও দাবি করেন, বিদেশে বসে দেশের রেলপথ ব্যাহত করার অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি আরও বলেন, রেল দুর্ঘটনার সাম্প্রতিক ঘটনাগুলি পর্যালোচনা করে দেখা গিয়েছে, এগুলি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। মন্ত্রী সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শন করার পাশাপাশি এবং স্টেশনের উন্নয়ন পরিকল্পনা খতিয়ে দেখেন। তারপরেই একথা জানান মন্ত্রী।
এদিন রবনীত সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টেশনের উন্নয়নের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এই কাজ ২৭ শতাংশ সম্পন্ন হয়েছে। স্টেশনটিকে আধুনিকীকরণের জন্য মোট খরচ প্রায় ৭০০ কোটি টাকা। ২০২৬ সালের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে বলে তিনি জানান। এরফলে স্টেশনটিতে আধুনিক স্থাপত্য এবং বিশ্বমানের যাত্রী সুবিধা পাওয়া যাবে।
তিনি জানান, সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশনটিকে একেবারে বিমানবন্দরের ধাঁচে উন্নীত করা হবে। এছাড়াও তিনি জানান, স্টেশনটি একটি গ্রিন এনার্জি হাব হবে। জল দূষণ কমানোর জন্য শক্তির ব্যবহার এবং স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য সোলার প্যানেল দিয়ে মোড়া থাকবে।