
বড়সড় ‘ঝটকা’ মোদীর, পদত্যাগ করলেন দুই হেভিওয়েট মন্ত্রী রবিশংকর ও জাভড়েকর
১ মিনিটে পড়ুন . Updated: 07 Jul 2021, 05:39 PM IST- বড়সড় ‘ঝটকা’ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বড়সড় ‘ঝটকা’ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রিসভায় রদবদলের আগে পদত্যাগ করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর এবং কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ।
বুধবার বিকেলের রাষ্ট্রপতি ভবনের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, মন্ত্রিসভার ১২ জন সদস্যের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁরা হলেন - কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাভড়েকর, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’, কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গোগাওয়ার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয়, কেন্দ্রীয় রাসায়নিক ও সারমন্ত্রী সদানন্দ গৌড়া, ধোত্রে সঞ্জয় শামরাও, রত্তন লাল কাটারিয়া, প্রতাপচন্দ্র সারঙ্গি এবং দেবশ্রী চৌধুরীর পদত্যাগপত্র গৃহীত হয়েছে।
(বিস্তারিত পরে আসছে)