শুভাঙ্গি গুপ্তা
সিঙ্গাপুরের হাসপাতালে কিডনি প্রতিস্থাপন হয়েছে বিহারের প্রাক্তন মুখ্য়মন্ত্রী লালু প্রসাদ যাদবের। তাঁর মেয়েই বাবাকে কিডনি দান করেছেন। মেয়ে রোহিনী আচার্য তাঁর কিডনি বাবাকে দান করেছে। এভাবে অসুস্থ বাবার পাশে মেয়ের দাঁড়ানোকে ইতিমধ্যেই সাধুবাদ জানিয়েছে নেট দুনিয়া। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহও সোমবার রোহিনী আচার্যের ছবি শেয়ার করলেন। রোহিনীকে প্রশংসা ভরিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি লিখেছেন, মেয়ে হবে তো রোহিনীর মতো হও। আপনি নতুন প্রজন্মের কাছে নজির হয়ে থাকবেন।
সেই ছবিতে দেখা যাচ্ছে নার্সিংহোমের বেডে শুয়ে রয়েছেন রোহিনী। কিডনি দান করার পরের সেই ছবি মন ছুঁয়ে গিয়েছে অনেকেরই। তাঁর বড় দিদি মিসা ভারতী বেডের পাশে দাঁড়িয়ে রয়েছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে লালুপ্রসাদের কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদব ও মেয়ে মিসা ভারতী হাসপাতালে সেই সময় উপস্থিত ছিলেন।
আর কিডনি দেওয়ার আগে একাধিক ছবি শেয়ার করেছিলেন রোহিনী। একটি ছবিতে বাবা ও মেয়ের ছবিও ছিল।
সোমবারই তেজস্বী যাদব সোমবারই জানিয়েছিলেন, অপারেশন সফল হয়েছে। বাবা ও দিদি দুজনেই সুস্থ রয়েছে। তিনি লিখেছিলেন, বাবার কিডনি প্রতিস্থাপনের অপারেশন সফল হয়েছে। অপারেশন থিয়েটার থেকে আইসিইউকে দেওয়া হয়েছে। দিদি ও দলের সর্বভারতীয় সভাপতি উভয়ই ভালো আছে। সকলেই প্রার্থনা করেছিলেন। তাঁদেরকে ধন্যবাদ।
গত মাসে তিনি জানিয়েছিলেন, পরিবারের অনেকেই বাবাকে কিডনি দিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত দিদির কিডনির সঙ্গে ম্যাচ হয়।
সূত্রের খবর, রোহিনী আচার্য পেশায় ইঞ্জিনিয়ার। তিনি সিঙ্গাপুরেই থাকেন। রাও সমরেশ সিংয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়েছে। তাঁদের দুই পুত্র ও এক কন্যা রয়েছে।