তিন দিনের মার্কিন সফরে রয়েছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিদেশের মাটি থেকেই তিনি কেন্দ্র সরকার এবং আরএসএসকে তীব্র আক্রমণ করেছিলেন। এবার এনিয়ে পাল্টা রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। শুধু তাই নয়, রাহুলের মন্তব্যকে ‘দেশবিরোধী’ বলেও কটাক্ষ করেছেন তিনি।
আরও পড়ুন: রাহুল পাপ্পু নয়, আমেরিকায় সাফাই দিলেন স্যাম পিত্রোদা
কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ রাহুলের সমালোচনা করে বলেছেন, বিরোধী দলনেতা বিদেশে গিয়ে যে মন্তব্য করেছেন সেগুলি দেশবিরোধী। কোনও দেশপ্রেমিক এই ধরনের মন্তব্য করতে পারেন না। এতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এর জন্য রাহুলকে জাতির কাছে জবাবদিহি করতে হবে।
উল্লেখ্য, রবিবার রাহুল গান্ধী টেক্সাসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার সময় মন্তব্য করেছিলেন, যে ভারতীয় রাজনীতিতে ভালবাসা, শ্রদ্ধা এবং নম্র ব্যবহার অনুপস্থিত। সে প্রসঙ্গেই আরএসএসকে নিশানা করে বলেছিলেন, সঙ্ঘ পরিবার ভারতকে একটি ধারণা বলে বিশ্বাস করে। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে কথোপকথনের সময় রাহুল গান্ধী ভারতে উৎপাদনের দিকে মনোনিবেশ করার প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যেখানে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমের অন্যান্য দেশগুলি বেকারত্বের সমস্যার মুখোমুখি হচ্ছে সেখানে চিন বিশ্বের বাজার দখল করে নিচ্ছে। এমনকী ভারতের অনেক কিছুই চিনে উৎপাদিত হচ্ছে বলে মন্তব্য করেছিলেন।
রাহুলকে আক্রমণ করে শিবরাজ সিং চৌহান বলেন, কংগ্রেস লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পরে রাহুল গান্ধী হতাশ হয়ে পড়েছেন। তাই তিনি এই ধরনের বিবৃতি দিচ্ছেন। প্রাক্তন কংগ্রেস সভাপতিকে আরও নিশানা করে চৌহান বলেন, আরএসএস লক্ষ লক্ষ কর্মী তৈরি করেছে যারা ভারতের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে।
ভারতে সবকিছুই চিনে তৈরি প্রসঙ্গে তিনি রাহুলের নিন্দা করে বলেছেন, তাঁর এই ধরনের মন্তব্য জাতির শ্রমশক্তিকে অসম্মান করে। এছাড়া, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেউ ভয় পায় না রাহুলের এমন মন্তব্যের বিষয়ে চৌহান বলেন, দেশের মানুষ মোদীজিকে ভালোবাসেন এবং সেই কারণেই তাঁরা তাঁকে টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করেছেন।
এদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মার্কিন যুক্তরাষ্ট্রে রাহুল গান্ধীর মন্তব্যকে সমর্থন করেছেন। তিনি বলেছেন, বিরোধী দলনেতা কখনই ভারতকে অপমান করেননি এবং কখনও করবেনও না। খাড়গে আরও বলেন, সমালোচনা করার জন্য বিজেপির শুধু অজুহাত দরকার।