হোলি উপলক্ষে রাজস্থানের যোধপুরে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। সেখানেই এই বিজেপি নেতার কনভয়ে হামলা চালায় অজ্ঞাতপরিচয় এক দুষ্কৃতী। হামলায় তাঁর রিজার্ভ গাড়ির কাচ ভেঙে যায়। রাওজির অনুষ্ঠান চলাকালীন এই ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে, হামলার সময় শেখাওয়াত গাড়ির ভিতরে ছিলেন না। উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রী বা ভিভিআইপিদের কনভয়ে একটি করে রিজার্ভ গাড়ি থাকে। যাত্রার সময় গাড়িতে কোনও দুর্ঘটনা বা ত্রুটি দেখা দিলে তিনি ওই রিজার্ভ গাড়িতে ভ্রমণ করেন। তবে এই ঘটনার পর যোধপুর পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। (আরও পড়ুন: মন্দিরে বোমা বিস্ফোরণ, CM বললেন 'শান্তি নষ্টের চেষ্টা', কমিশনার নিলেন ISI-এর নাম)
আরও পড়ুন: ডাহা মিথ্যা বলল পাকিস্তান! বালোচিস্তানে ট্রেন হাইজ্যাকে নিহত ২১৪ বন্দি?
সংবাদমাধ্যম সূত্রে খবর, মান্দোরের ঐতিহ্যবাহী রাওজি গাইরা মেলায় যোগ দিতে শুক্রবার সন্ধ্যায় যোধপুর জেলায় পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। সেই সময় অজ্ঞাত এক ব্যক্তি তাঁর কনভয়ে থাকা রিজার্ভ গাড়িতে লাঠি দিয়ে আঘাত করে কাচ ভেঙে দেয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। শোনা যাচ্ছে, এই ঘটনার পর কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা বাড়ানো হয়েছে। (আরও পড়ুন: ভারতের ৪ প্রতিবেশী দেশের নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে পারে USA)
আরও পড়ুন: বালোচিস্তানের নেই ঠিক, 'কাশ্মীর বুলি' পাকিস্তানের মুখে, জোর 'ধমক' ভারতের
সূত্রে খবর, লাঠি দিয়ে আঘাত করে সরকারি গাড়ির সামনের কাচ ভেঙে দেয় অজ্ঞাতপরিচয় অভিযুক্ত। তবে কাচ পুরোপুরি ভাঙেনি, তবে যেখানে রডের আঘাত লাগে, সেখানে কাচে ফাটল ধরে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শেখাওয়াতের কনভয় গাড়িতে হামলার পর যোধপুর পুলিশ আরও বেশি সতর্ক হয়েছে। পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে এবং হামলাকারীকে শনাক্ত করার চেষ্টা করছে। কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের গাফিলতি হিসেবে দেখা হচ্ছে এই হামলাকে। (আরও পড়ুন: বরোদায় মহিলাকে পিষে 'নিকিতা' বলে চেঁচায় সেই চালক, কে এই 'নিকিতা'?)
এর আগে পশ্চিমবঙ্গ সফরকালে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল। যা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সেই সময় বাংলার পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি। তবে এবার বিজেপি শাসিত রাজ্যেই বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ির কাচ ভাঙল এক দুষ্কৃতী। এবং ঘটনার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও পুলিশ এখনও অভিযুক্তকে ধরতে পারেনি বা শনাক্ত করতে পারেনি।