আমেরিকার ব্যুরো অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি তাদের নিষেধাজ্ঞার তালিকা থেকে তিনটি ভারতীয় সংস্থাকে সরিয়ে দিল। সেখানে উল্লেখ করা হয়েছে, ভারতীয় সংস্থা ইন্ডিয়ার রেয়ার আর্থ, ইন্দিরা গান্ধী অ্য়াটমিক রিসার্চ সেন্টার ও ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারকে ওই তালিকা থেকে বাদ দেওয়ার ঘটনা মার্কিন বিদেশ নীতিকে সহায়তা করবে। এর মাধ্যমে শক্তিসম্পদ সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বাধা কমবে, যৌথ গবেষণা ও উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি সমণ্বয় হবে। লক্ষ্য থাকবে পারস্পরিক এনার্জি সিকিউরিটির বিষয়গুলি নিয়ে মত বিনিময় করা। এএনআই সূত্রে জানা গিয়েছে। কার্যত মার্কিন নিষেধাজ্ঞা উঠল ভারতের তিন সংস্থার উপর থেকে। সম্পর্ক আরও নিবিড় হতে পারে এর জেরে। এমনটাই মনে করা হচ্ছে।
ব্যুরো অফ ইন্ডাস্ট্রি অ্য়ান্ড সিকিউরিটির প্রেস রিলিজে জানা গিয়েছে মার্কিন জাতীয় সুরক্ষাকে আরও শক্তপোক্ত করার জন্য এনটিটি লিস্টকে পর্যালোচনা করা হয়েছে। এই তালিকায় ১১টি সংস্থাকে যুক্ত করা হয়েছে। তার মধ্য়ে চিনের সংস্থাও রয়েছে। মার্কিন জাতীয় সুরক্ষার স্বার্থ রক্ষা করছে না এমন কারণের জন্য় এটা করা হয়েছে।
অন্যদিকে ভারতের তিন সংস্থাকে সেই এন্টিটি লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে ভারত ও আমেরিকা শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা, সংশ্লিষ্ট গবেষণার উপর জোর দিচ্ছে। এই সংক্রান্ত বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের উপরেও জোর দিচ্ছে।