বাংলা নিউজ > ঘরে বাইরে > Unlock 1: হোটেলে দিতে হবে সেলফ-ডিক্ল্যারেশন ফর্ম, খাওয়ার জন্য রুম সার্ভিসে প্রাধান্যের পরামর্শ

Unlock 1: হোটেলে দিতে হবে সেলফ-ডিক্ল্যারেশন ফর্ম, খাওয়ার জন্য রুম সার্ভিসে প্রাধান্যের পরামর্শ

হোটেলে খাওয়ার জন্য রুম সার্ভিসে প্রাধান্যের পরামর্শ (ছবিটি প্রতীকী, সৌজন্য এএফপি)

হোটেলে প্রবেশের জন্য বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।

লবিতে গিয়ে বা বাইরে খাওয়ার পরিবর্তে রুম সার্ভিসকে প্রাধান্য দেওয়ার জন্য অতিথিদের উৎসাহিত করতে হবে। নিয়মিত হোটেল পরিষ্কার করতে হবে। পরিষ্কার রাখতে হবে শৌচাগারও। নয়া বিধি জারি করে এরকম একাধিক নিয়ম বেঁধে দিল কেন্দ্র।

গত ৩০ মে কেন্দ্রের নির্দেশিকায় জানানো হয়েছিল, আগামী ৮ জুন থেকে কনটেনমেন্ট জোনের বাইরে খোলা যাবে হোটেল। সেজন্য অবশ্য যাবতীয় সতর্কতা অবলম্বন করতে হবে বলে জানিয়েছিল কেন্দ্র। সেইমতো বৃহস্পতিবার হোটেলের জন্য নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

তাতে জানানো হয়েছে, হোটেলের সমস্ত কর্মী এবং অতিথিদের বাধ্যতামূলকভাবে সর্বদা মাস্ক পরতে হবে। মাস্ক না পরলে হোটেলে ঢুকতে দেওয়া হবে না। বাড়তি হিসেবে হোটেলের কর্মীদের গ্লাভস পরা-সহ অন্যান্য সতর্কতা অবলম্বন করতে হবে। হোটেলের প্রবেশপথে থার্মাল স্ক্রিনিং করতে হবে। স্যানিটাইজার ডিসপেন্সারের বন্দোবস্ত করতে হবে। তবে অতিথি, হোটেলের কর্মী পৃথক গেট দিয়ে ঢোকা এবং বেরনোর বন্দোবস্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। ছ'ফুটের দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

হোটেল চেক-ইনের সময় অতিথিদের ভ্রমণের ইতিহাস, শারীরিক অবস্থা-সহ তথ্য দিতে হবে। সেই তথ্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে পরিচয়পত্র এবং সেলফ-ডিক্ল্যারেশন ফর্ম দিতে হবে বলে জানিয়েছে কেন্দ্র।

পাশাপাশি, বাইরে গিয়ে খাওয়ার পরিবর্তে হোটেলের অতিথিদের রুম সার্ভিস নিয়ে উৎসাহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বাইরে গিয়ে বসে খাওয়া যাবে না, খাবারের প্যাকেট নিয়ে নিজের ঘরে এসে খেতে পারবেন অতিথিরা। তবে অনলাইনে খাবার অর্ডার দেওয়া যাবে। সেক্ষেত্রে হোটেলে প্রবেশের আগে ফুড ডেলিভারি বয়ের থার্মাল স্ক্রিনিং করতে হবে। তিনি অবশ্য সরাসরি অতিথির হাতে খাবার দিতে পারবেন না। ফুড প্যাকেট অতিথির দরজার সামনে রেখে যেতে হবে। রুম সার্ভিসের ক্ষেত্রে ইন্টারকম বা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে হবে। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে রুম সার্ভিস দিতে হবে। একইসঙ্গে সংস্পর্শহীন লেনদেনের জন্য ডিজিটাল পেমেন্টের উপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্র।

ঘরে বাইরে খবর

Latest News

দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.