বাংলা নিউজ > ঘরে বাইরে > Unlock 4: আরও স্বস্তি সুরাপ্রেমীদের, মঙ্গলবার থেকে খুলবে পানশালা

Unlock 4: আরও স্বস্তি সুরাপ্রেমীদের, মঙ্গলবার থেকে খুলবে পানশালা

আরও স্বস্তি সুরাপ্রেমীদের, মঙ্গলবার থেকে খুলবে পানশালা (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

চতুর্থ পর্যায়ের আনলকে বার খোলার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ চাপাল না কেন্দ্র।

নির্দেশিকায় উল্লেখ নেই। তবে চতুর্থ পর্যায়ের আনলকে বার খোলার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ চাপাল না কেন্দ্র। 

শনিবার সন্ধ্যায় আনলক ৪-এর নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই নির্দেশিকায় কনটেনমেন্ট জোনের বাইরে যে গতিবিধি বা কাজগুলির উপর নিষেধাজ্ঞা থাকবে, তার বিস্তারিত তালিকা দেওয়া হয়েছে। সেই তালিকায় পানশালা বা বারের কোনও উল্লেখ নেই। সেই মোতাবেক আগামী ১ সেপ্টেম্বর থেকে বার খোলার থেকে কোনও বিধিনিষেধ নেই। সংবাদসংস্থা পিটিআই অবশ্য স্পষ্টভাবেই জানিয়েছে, আগামী মাসের পয়লা তারিখ থেকে পানশালা খুলে যাবে। তার জেরে আরও স্বস্তি পাবেন সুরাপ্রেমীরা।

‘হিন্দুস্তান টাইমস' আগেই জানিয়েছিল, চতুর্থ পর্যায়ের লকডাউনে পানশালা খোলার অনুমতি দেওয়া হবে। তবে সেখানে বসে মদ্যপান করা যাবে না। সুরক্ষা বিধি মেনে কাউন্টার থেকে মদ কিনে নিয়ে গিয়ে অন্যত্র পান করতে হবে। 

বিষয়টি নিয়ে রাজ্যের তরফে এখনও কোনও বিবৃতি জারি করা হয়নি। আজ (রবিবার) বা আগামিকালের (সোমবার) মধ্যে সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করতে পারে নবান্ন। তৃতীয় দফার আনলকে অবশ্য কেন্দ্রের সঙ্গে রাজ্যের নির্দেশিকায় তেমন কোনও হেরফের ছিল না।

বন্ধ করুন