
Unlock 5-১৫ অক্টোবরের পর ধাপে ধাপে খুলতে পারে স্কুল, খোলা জায়গায় জমায়েতে নেই উর্ধ্বসীমা
১ মিনিটে পড়ুন . Updated: 30 Sep 2020, 08:19 PM IST১৫ অক্টোবর থেকে খুলছে সিনেমা হলও।
১৫ অক্টোবর থেকে খুলছে সিনেমা হলও।
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে এল আনলক ৫-এর গাইডলাইনস। বেশ কয়েক দিন ধরেই অপেক্ষা করা হচ্ছিল যে কি কি নয়া ছাড় মিলবে আনলকে, সেই বিষয়টি কবে জানাবে স্বরাষ্ট্রমন্ত্রক। অবশেষে একেবারে শেষ বেলায় নয়া বিধিনিষেধ কি কি এই দফার আনলকে শিথিল হচ্ছে, সেটি জানান হল।
১৫ অক্টোবর থেকে খুলে যাচ্ছে সিনেমা হল, মাল্টিপ্লেক্স ও থিয়েটার। ৫০ শতাংশ আসন সংখ্যা ভর্তি করা যাবে।
ক্রীড়াবিদদের ট্রেনিংয়ের জন্য ১৫ অক্টোবর থেকে খুলে যাবে সুইমিং পুল।
১৫ অক্টোবর থেকে খুলে যাবে বিনোদন পার্ক।
১৫ অক্টোবরের পর ধাপে ধাপে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে খোলা যেতে পারে স্কুল।
কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া স্থানীয় স্তরে লকডাউন আরোপ করা যাবে না।
বন্ধ জায়গায় রাজনৈতিক, ধর্মীয়, ক্রীড়া বা বিনোদনমূলক জমায়েতের ক্ষেত্রে ২০০ জনকে বসানো যাবে। তবে ৫০ শতাংশের বেশি মানুষকে বসানো যাবে না।
খোলা জায়গায় রাজনৈতিক, ধর্মীয়, ক্রীড়া বা বিনোদনমূলক জমায়েতের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ থাকছে না লোকসংখ্যায়। তবে মাস্ক, স্যানিটাইজার, সামাজিক দূরত্ব সব সমস্ত কোভিড সতর্কতা অবলম্বন করতে হবে। এই সংক্রান্ত এসওপি দিতে হবে রাজ্য সরকারগুলিকে।
কনটেনমেন্ট জোনে চলবে লকডাউন ৩১ অক্টোবর অবধি।
৩১ অক্টোবর অবধি বন্ধ থাকবে আন্তর্জাতিক বিমান পরিষেবা কিছু ব্যতিক্রম ছাড়া।
বাণিজ্যিক প্রদর্শনী চালু করা যাবে ১৫ অক্টোবর থেকে।