বাংলা নিউজ > ঘরে বাইরে > 'নজিরবিহীন', চিনের মিসাইল ভাণ্ডারে পারমাণবিক অস্ত্র মজুত নিয়ে বাড়ছে উদ্বেগ

'নজিরবিহীন', চিনের মিসাইল ভাণ্ডারে পারমাণবিক অস্ত্র মজুত নিয়ে বাড়ছে উদ্বেগ

চিনের পারমাণবিক অস্ত্রাগারের সম্প্রসারণ, ছবি সৌজন্যে টুইটার : প্ল্যানেট

স্যাটেলাইট চিত্রের মাধ্যমে চিনের তিনটি ক্ষেপণাস্ত্র সাইটের গতিবিধি অধ্যয়ন করেছে মার্কিন এক থিঙ্ক ট্যাঙ্ক।

চিনের তিনটি পারমাণবিক অস্ত্র সাইটে উল্লেখযোগ্য গতিবিধি লক্ষ্য করা গিয়েছে। সন্দেহভাজন ক্ষেপণাস্ত্র সাইলোগুলিতে এই গতিবিধিতে পশ্চিমা বিশেষজ্ঞরা উদ্বিগ্ন। যে তিনটি সাইটে এই উল্লেখযোগ্য গতিবিধি লক্ষ্য করা গিয়েছে সেগুলি চিনের উত্তর-মধ্য অঞ্চলে অবস্থিত। ইউমেন, হামি এবং ওর্ডোসের কাছে অবস্থিত সাইলোগুলিতে সাম্প্রতিক গতিবিধি নিয়ে চিন্তিত বিভিন্ন মহল।

চিনের এই গতিবিধির উফর নজর রাখছে ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টস। এটি একটি মার্কিন ভিত্তিক নির্দলীয় থিঙ্ক ট্যাঙ্ক। তারা প্ল্যানেট ল্যাবস এবং ম্যাক্সার টেকনোলজিসের বাণিজ্যিক স্যাটেলাইট চিত্রের মাধ্যমে তিনটি ক্ষেপণাস্ত্র সাইটের গতিবিধি অধ্যয়ন করেছে এই থিঙ্ক ট্যাঙ্ক।

থিঙ্ক ট্যাঙ্কটির বিশ্বাস এই সাইটগুলিতে চিন ৩০০ নতুন মিসাইল সাইলো তৈরি করছে। এই সংক্রান্ত রিপোর্টের লেখক ম্যাট কোর্দা এবং হ্যান্স এম ক্রিস্টেনসেন বলেন, 'চিনের জন্য এটি একটি নজিরবিহীন পারমাণবিক বিল্ডআপ। স্পষ্টত ক্ষেপণাস্ত্র সাইলো ক্ষেত্রগুলি সম্পূর্ণরূপে কার্যকর হতে এখনও অনেক বছর সময় লাগবে এবং চিন কীভাবে সেখানে অস্ত্র মজুত করবে ও তাপরিচালনা করবে, সেটা নজরে রাখতে হবে।'

কোর্দা এবং ক্রিস্টেনসেন উভয়েরই আশঙ্কা, যে দ্রুত গতিতে সাইলোগুলি তৈরি করা হচ্ছে তা পারমাণবিক প্রতিযোগিতা বাড়াতে পারে। পাশাপাশি অন্যান্য পারমাণবিক অস্ত্রধারী দেশগুলির মধ্যে সংঘাতের আবহাওয়া তৈরি হতে পারে। এবছরের জুন মাসে প্রথম সাইলো ফিল্ডটি আবিষ্কৃত হয়। আরও একটি প্রতিবেদনে জুলাই মাসে দ্বিতীয় সাইলো ক্ষেত্রটি আবিষ্কারের কথা উল্লেখ করা হয়েছিল। এফএএস তখন বলেছিল যে এই সাইটগুলি 'চিনা পারমাণবিক অস্ত্রাগারের সর্বকালের সবচেয়ে উল্লেখযোগ্য সম্প্রসারণে'র দিকে ইঙ্গিত করে।

ঘরে বাইরে খবর

Latest News

শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায় কং প্রার্থীর তফশিলি শংসাপত্র খারিজ মনোনয়ন জমার শেষদিনে, ওয়াকওভার পেতে পারে NDA শাকিবের সঙ্গে চেঙ্গিজের মিল! ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই 'তুফান' তুলল মিমির ছবি পেটের মেদ ঝরান এভাবে! খুব বেশি সমস্যায় পড়তে হবে না CAA-র জন্য 'যোগ্যতা সার্টিফিকেট' দিতে পারবেন স্থানীয় পুরোহিত, বড় দাবি রিপোর্টে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.