
দিল্লি হিংসা নিয়ে অশান্ত সংসদ, হাতাহাতি লোকসভায়
১ মিনিটে পড়ুন . Updated: 02 Mar 2020, 04:47 PM ISTএখনও পর্যন্ত ৪৭ জন মারা গিয়েছেন দিল্লি দাঙ্গায়।
এখনও পর্যন্ত ৪৭ জন মারা গিয়েছেন দিল্লি দাঙ্গায়।
বাজেট অধিবেশনের দ্বিতীয় ভাগে সোমবার শুরু হল সংসদ। কিন্তু এদিন সংসদের উভয় কক্ষে কার্যত কোনও কাজ হয়নি। দিল্লি হিংসা নিয়ে উত্তাল হয় অধিবেশন। বারবার ব্যাহত হওয়ার পরে সারাদিনের জন্য মুলতুবি হয়ে যায় সংসদ। এতটাই উত্তপ্ত হয়ে গিয়েছিল পরিস্থিতি যে লোকসভায় কার্যত হাতাহাতি হয় দুই সাংসদের মধ্যে।
এদিন তৃণমূল সহ বিভিন্ন দলের নেতারা মুলতুবি প্রস্তাব পেেশ করেছিল দিল্লির ঘটনা আলোচনা করার জন্য। বাইরে গান্ধী মূর্তির পাদদেশেও প্রতিবাদ করে তৃণমূল। এদিন দফায় দফায় কোনও আলোচনা ছাড়াই মুলতুবি হয়ে যায় লোকসভা। এর মধ্যে কংগ্রেস সাংসদ রামিয়া হরিদাস অভিযোগ করেন তাঁকে মেরেছেন বিজেপি সাংসদ জসলীন কৌর। স্পিকারের কাছে অভিযোগও দায়ের করেন তিনি। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন জসলীন।
অন্যদিকে রাজ্যসভাতেও কার্যত একই চিত্র। বারবার ওয়েলে নেমে এসে হই-হট্টগোল করেন বিরোধী সাংসদরা। দিল্লি দাঙ্গা নিয়ে তাঁরা শুধু আলোচনার দাবি করেন তা নয়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ইস্তফা দাবিও ওঠে। আগামী কয়েকদিনও সংসদে কাজে ব্যাঘাত ঘটবে, এরকম আশঙ্কা করা হচ্ছে। তেসরা এপ্রিল অবধি চলবে সংসদের বাজেট অধিবেশন।