বাংলা নিউজ > ঘরে বাইরে > সাতপাক ঘোরার মাঝেই বিয়ে ভেঙে দিলেন কনে! অপছন্দ বরের গায়ের রঙ, এরপর কী ঘটল?

সাতপাক ঘোরার মাঝেই বিয়ে ভেঙে দিলেন কনে! অপছন্দ বরের গায়ের রঙ, এরপর কী ঘটল?

বিয়ে ভেঙে দিলেন কনে। প্রতীকী ছবি (Getty Images) (HT_PRINT)

সাতপাকের মধ্যে সবে মাত্র হয়েছিল দুটি পাক। তার আগে মাল্যদানও সম্পন্ন হয়েছে। তখনই বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যান কনে। জানিয়ে দেন বরকে তাঁর পছন্দ নয়। পরিবারের সকলেই মেয়েকে তখন বোঝাতে ব্যস্ত। তবে কনে কিছুতেই মানেননি।

চলছিল বিয়ের আসর। আচমকা বেঁকে বসলেন কনে। সাতপাক ঘোরার মাঝেই তিনি মকে দাঁড়ালেন। জানিয়ে দিলেন বিয়ে তিন করবেন না! কিন্তু কেমন এমন? উত্তরে জানালেন, বর গায়ের রঙ চাপা, তাই তিনি বিয়ে করবেন না।

সুশ্রী, ফর্সা পাত্রীর খোঁজ বহু ম্যাটরিমোনিয়াল সাইটে দেখা যায়। যেখানে আলাদা করে পাত্রীর গায়ের রঙ নিয়ে প্রসঙ্গ তোলা হয়। তবে এবার ঘটনা আলাদা। উত্তর প্রদেশের এটাহের নীতা যাদব বিয়ের চলাকালীন জানিয়ে দেন যে তিনি রবি যাদবকে বিয়ে করতে পারবেন না। কারণ রবির কৃষ্ণ বর্ণ পছন্দ নয় নীতার। Video: জল পেয়েই লাফিয়ে ঝাঁপিয়ে শুরু দাপাদাপি! 'বাঘের বাচ্চা'-দের কাণ্ড ভাইরাল

সাতপাকের মধ্যে সবে মাত্র হয়েছিল দুটি পাক। তার আগে মাল্যদানও সম্পন্ন হয়েছে। তখনই বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যান কনে। জানিয়ে দেন বরকে তাঁর পছন্দ নয়। পরিবারের সকলেই মেয়েকে তখন বোঝাতে ব্যস্ত। তবে কনে কিছুতেই মানেননি। এদিকে, ভেঙে যায় বিয়ে। পুলিশের দ্বারস্থ হন বরের পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, লাখ লাখ টাকার গয়না কনেকে উপহার দিলেও তা ফেরত দেয়নি কনের পরিবার। এছাড়াও বর রবির গোটা জীবন ওলট পালট হয়ে গিয়েছে এই ঘটনায়, সেই অভিযোগও রয়েছে। সব মিলিয়ে আপাতত হতবাক এলাকা।

বন্ধ করুন