প্রকাশ্যে মহিলাকে যৌনাঙ্গে দেখানোর অভিযোগ ওঠে। এই আবহে উত্তরপ্রদেশের বাগপত জেলা সভাপতি ইউনুস চৌধুরীকে বহিষ্কার করল দল। এই নিয়ে উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অজয় রাই একটি চিঠি পাঠান ইউনুসের উদ্দেশে। তাতে লেখা, 'জেলা কংগ্রেস কমিটির সভাপতি পদে থাকাকালীন আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল তাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাই আপনাকে আপনার পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।' এদিকে ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে। (আরও পড়ুন: নাবালিকাকে যৌন হেনস্থা প্রতিবেশী যুবকের, অভিযুক্তের মা বললেন, 'সমাজের জন্যেই...')
আরও পড়ুন: '১০ দিনে পদত্যাগ করুন, নয়ত বাবা সিদ্দিকির মতো পরিণতি হবে', খুনের হুমকি যোগীকে
আরও পড়ুন: সন্ত্রাসবাদ নিয়ে বই লিখেছে উড়ানে বোমাতঙ্ক ছড়ানো জগদীশ,চেয়েছিল PMO-র 'আশীর্বাদ'
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক মহিলার সঙ্গে অশালীন আচরণ করছেন অভিযুক্ত কংগ্রেস নেতা ইউনুস। ইউনুস চৌধুরী এক মহিলার বাড়িতে গিয়ে তাঁকে কুপ্রস্তাব দিচ্ছেন। যৌন সঙ্গমের জন্য একপ্রকার জোরাজুরি করছেন। একসময় ওই যুবতীকে একপ্রকার জোর করে জাপটে ধরেন তিনি। নিজের গোপনাঙ্গও প্রদর্শন করেন। এক পর্যায়ে ওই নারীকে বলতে শোনা যায়, 'আমার মা এখনই চলে আসবেন, এটা ভুল। আপনি বেরিয়ে যান।' যার উত্তরে ইউনুস চৌধুরী বলতে থাকেন, 'এটাই শেষবার।' তবে হিন্দুস্তান টাইমস স্বাধীনভাবে এই ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি। এদিকে পদ খোয়ানো কংগ্রেস নেতা ইউনুস দাবি করেছেন, ভাইরাল ভিডিয়োর সেই ব্যক্তি তিনি নন। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে। (আরও পড়ুন: ৭২০০ কোটির দেনার বোঝায় আঁধারে ডুববে বাংলাদেশ? ১০০% বিদ্যুৎ বন্ধের বার্তা আদানির)
আরও পড়ুন: 'পদ্ধতি মেনে ময়নাতদন্ত হয়নি ফালাকাটার নাবালিকার', প্রকাশ্যে বিস্ফোরক অভিযোগ
আরও পড়ুন: হাওড়াগামী মেল ট্রেনে বিস্ফোরণ, জখম একাধিক রেলযাত্রী
আরও পড়ুন: বনগাঁয় বিসর্জনের সময় শ্লীলতাহানি কাণ্ডে ধৃত লাল্টু কি সত্যি TMCP নেতা?
পরে কংগ্রেসের রাজ্য মুখপাত্র অভিমন্যু ত্যাগী পিটিআইকে নিশ্চিত করেছেন যে ইউনুস চৌধুরীকে জেলা প্রধানের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, 'আমি রাজ্য সভাপতি অজয় রাইয়ের সঙ্গে কথা বলেছি। তিনি নিশ্চিত করেছেন যে ইউনুস চৌধুরীকে বাগপতের জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।' এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাগপতের পুলিশ সুপার অর্পিত বিজয়বর্গীয় জানিয়েছেন, এই ঘটনায় এখনও কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি। অর্পিত বিজয়বর্গীয় বলেন, অভিযোগ জমা পড়লে আইন অনুযায়ী যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।