বাংলা নিউজ > ঘরে বাইরে > 'ঘুষ নিলেও তো সততার সঙ্গেই কাজ করি,' ভাইরাল পুলিশ আধিকারিকের বক্তব্য!

ঘুষ নিলেও আমরা সত্। কারণ আমরা টাকা নিই বটে, কিন্তু সেই মতো কাজটাও করে দিই। অন্যরা তো তাও করে নান।' উত্তরপ্রদেশ পুলিশের উর্দি পরিহিত এক আধিকারিককে সেই কথা বলতে শোনা গিয়েছে একটি ভিডিয়োয (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস)। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই সূত্রের খবর, ভিডিয়োটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসেন ঊর্ধ্বতন কর্তারা। সঙ্গে সঙ্গে সেই উমেশ ত্রিপাঠী নামে ওই পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হয়। 

ঠিক কী বলেছিলেন ওই পুলিশকর্মী? জানা গিয়েছে, একটি স্কুলের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে ছাত্রদের সামনে বক্তব্য পেশ করছিলেন। সেই সময়েই আলপটকা মন্তব্য করে ফেলেন। তিনি বলে ফেলেন, 'পুলিশের টাকা নেওয়া নিয়ে দুর্নাম রয়েছে। কিন্তু এটা ঠিক যে আমরা যেমন টাকা নিই, তেমনই সঙ্গে সঙ্গে কাজটাও করি। সেদিক দিয়ে আমরা সত্।'

এখানেই শেষ নয়, উপরন্তু তিনি বলেন, 'আমরা তো তাও টাকা নিয়ে নিষ্ঠার সঙ্গে কাজটা করে দিই। অন্যান্য বহু কাজে তো টাকা দিয়েও কোনও কর্তব্য পালন করা হয় না।'

পুলিশ আধিকারিকের এই মন্তব্য দাবানলের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। উপরওয়ালাদের হাতে এই ভিডিয়ো পৌঁছতে তাই বেশিক্ষণ সময় লাগেনি। সঙ্গে সঙ্গে তাঁর বরখাস্তের অর্ডার আসে। তবে, একজন সিনিয়র আধিকারিকের স্কুলছাত্রদের সামনে এ হেন স্বীকারোক্তিতে বেশ অস্বস্তিতে উত্তরপ্রদেশ পুলিশ।

বন্ধ করুন