নিশা আনন্দ
এক কলেজছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে এক পুরোহিতকে উত্তরপ্রদেশের একটি আদালত যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছে। অতিরিক্ত ডিস্ট্রিক্ট সেশন কোর্টের বিচারপতি ছোটেলাল যাদব ওই অভিযুক্তকে ২৫ হাজার টাকা জরিমানাও করেছেন। অভিযুক্তের নাম প্রেমচাঁদ গোস্বামী।
সরকারি আইনজীবী রাজীব শর্মার মতে মন্দিরে যাওয়ার পথে ২০১৬ সালে ওই কলেজছাত্রীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। ওই ছাত্রী মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। তখনই তাকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ। পুলিশ পুরোহিতের বিরুদ্ধে মামলা দায়ের করে। চারমাস পরে ওই ছাত্রীর খোঁজ মেলে। ওই পুরোহিত এই সময়কালের মধ্যে তাকে বার বার ধর্ষণ করত বলে অভিযোগ। কিন্তু কেন খুঁজে পাওয়া যাচ্ছিল না ওই ছাত্রীকে?
সূত্রের খবর, ওই অভিযুক্ত পুরোহিত বার বার তার গোপন ডেরা বদলাচ্ছিল। সেকারণেই তার হদিশ পাওয়া যাচ্ছিল না। তবে পরে পুলিশ তার সন্ধান পায়। তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ এনিয়ে টানা তদন্ত চালায়। তারপর আদালতে চার্জশিট জমা দিয়েছিল পুলিশ। তার ভিত্তিতে আদালত গোস্বামীকে দোষী সাব্যস্ত করে। এরপরই উত্তরপ্রদেশের ওই আদালত অভিযুক্তকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছে।