এই তিন রাজ্যে ২০২৬ সালের মধ্যে জাতীয় রাজধানী অঞ্চল (NCR) থেকে ডিজেল অটো ধাপে ধাপে বন্ধ করারও সুপারিশ করেছে। দূষণের গ্রেডের ভিত্তিতে ক্রমে ক্রমে এমন অটো বাতিল করা হবে।
1/5উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থানে আগামী ১ জানুয়ারি ২০২৩ থেকে জারি হচ্ছে নয়া নিয়ম। কেন্দ্রের বায়ুর মান পর্যবেক্ষক কমিটির সুপারিশের ভিত্তিতে, নতুন বছরের শুরু থেকে এই তিন রাজ্যে শুধুমাত্র প্রাকৃতিক গ্যাস (CNG) এবং ই-অটোরই রেজিস্ট্রেশন হবে। অন্যথা নয়। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (AFP)
2/5উক্ত প্যানেল এই তিন রাজ্যে ২০২৬ সালের মধ্যে জাতীয় রাজধানী অঞ্চল (NCR) থেকে ডিজেল অটো ধাপে ধাপে বন্ধ করারও সুপারিশ করেছে। দূষণের গ্রেডের ভিত্তিতে ক্রমে ক্রমে এমন অটো বাতিল করা হবে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (AFP)
3/5৩০ নভেম্বর বুধবার এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশন এই বিষয়ে আদেশ জারি করে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, ১ জানুয়ারী ২০২৭ থেকে এনসিআর-এ কেবলমাত্র সিএনজি এবং ই-অটো চালানোর লক্ষ্য নিয়ে এগোতে হবে। ফাইল ছবি: পিটিআই (AFP)
4/5NCR বা, জাতীয় রাজধানী অঞ্চলের মধ্যে দিল্লি, হরিয়ানার ১৪টি জেলা, উত্তরপ্রদেশের আটটি জেলা এবং রাজস্থানের দু'টি জেলা পড়ছে। বর্তমানে, দিল্লিতে কোনও ডিজেল চালিত অটোর রেজিস্ট্রেশন নেই। ফাইল ছবি: এএফপি (AFP)
5/5দিল্লিতে ১৯৯৮ সাল থেকেই ডিজেল অটো-রিকশাকে সিএনজিতে রূপান্তরিত করার উদ্যোগ শুরু হয়। দিল্লি পরিবহণ বিভাগ গত বছরের অক্টোবরে ৪,২৬১টি ই-অটোর রেজিস্ট্রেশনের এক প্রকল্প চালু করে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (AFP)