বাংলা নিউজ > ঘরে বাইরে > ১৫ মিনিট অপেক্ষা করলেন, উচ্চশিক্ষা মন্ত্রীর জন্য খুললই না কলেজের দরজা, রেগে লাল

১৫ মিনিট অপেক্ষা করলেন, উচ্চশিক্ষা মন্ত্রীর জন্য খুললই না কলেজের দরজা, রেগে লাল

১৫ মিনিট কলেজের গেটে অপেক্ষা করার পরেও খুলল না দরজা।  ছবিটি প্রতীকী (‌সৌজন্য ফেসবুক)‌

কলেজের অধ্যক্ষ অনুরাগ শুক্লা জানিয়েছেন, কলেজের ড্রইং ও পেন্টিং বিভাগ একটি এনজিওর সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করেছিল।কলেজে সেই সময় পরীক্ষার জন্য় প্রচুর গাড়ি আসছিল। তবে কেন এই ঘটনা হল সেব্যাপারে সংশ্লিষ্ট অধ্যাপকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এমনটাও হয় ! উত্তর প্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী যোগেন্দ্র উপাধ্য়ায় আগ্রা কলেজের একটি প্রদর্শনীতে আমন্ত্রিত হয়েছিলেন। প্রায় ১৫ মিনিট তিনি দাঁড়িয়েছিলেন কলেজের সদর দরজায়। কিন্তু খোদ উচ্চশিক্ষামন্ত্রীর জন্য়ও কলেজের দরজা খোলেনি।  এদিকে কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই এনিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। পাশাপাশি যে ফ্য়াকাল্টি এই প্রদর্শনীর আয়োজন করেছিল তাদের কাছ থেকেও জবাব চেয়েছে সংশ্লিষ্ট কলেজ।

তবে এনিয়ে মন্ত্রীর কোনও বক্তব্য পাওয়া যায়নি। কিন্তু গোটা ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। কিন্তু ঠিক কী হয়েছিল ঘটনাটি?

সূত্রের খবর, আঁকার প্রদর্শনীতে মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই মতো তিনি কলেজে এসেছিলেন। কিন্তু কলেজের মূল দরজাই বন্ধ। বেশ কিছুক্ষণ তিনি কলেজের বন্ধ দরজার সামনে অপেক্ষা করেন। এরপর দৃশ্যতই বিরক্ত হয়ে তিনি ফিরে যান।

এদিকে এনিয়ে কলেজের অধ্যক্ষ অনুরাগ শুক্লা জানিয়েছেন, কলেজের ড্রইং ও পেন্টিং বিভাগ একটি এনজিওর সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করেছিল।কলেজে সেই সময় পরীক্ষার জন্য় প্রচুর গাড়ি আসছিল। তবে কেন এই ঘটনা হল সেব্যাপারে সংশ্লিষ্ট অধ্যাপকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এনিয়ে তদন্তের জন্য একটি কমিটিও করা হয়েছে। তবে এর সঙ্গেই তিনি জানিয়েছেন, কলেজ সরাসরি এই প্রদর্শনীর আয়োজক ছিল না। এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা এর জন্য দুঃখ প্রকাশ করছি।

 

ঘরে বাইরে খবর

Latest News

কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.