১৪ বছরের কিশোরী মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করেছিল এক যুবক। অভিযোগ এমনটাই। আর তার জেরে ৩২ বছর বয়সী ওই যুবকের লিঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠল কিশোরীর মায়ের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের লখিমপুর খেরি এলাকার ঘটনা। সূত্রের খবর, ওই মহিলার বয়স ৩৬ বছর। ৩২ বছর বয়সী ওই যুবক ওই মহিলারই প্রেমিক। আচমকাই বাড়িতে ফিরে তিনি দেখেন, তাঁরই লিভ-ইন পার্টনার কিশোরী মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করছে। এরপরই মেয়েকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন ওই মহিলা।
ওই মহিলার অভিযোগ মেয়েকে ধর্ষণের হাত থেকে বাঁচানোর চেষ্টা করতেই তাঁর লিভ-ইন- পার্টনার তাঁর উপরেও ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেছিল। এরপরই তিনি রান্নাঘরে ছুটে যান। সেখান থেকে ছুরি বের করে নিয়ে এসে তিনি প্রেমিককে উপযুক্ত শিক্ষা দেন।
একটি ইংরাজি সংবাদমাধ্যমকে ওই মহিলা জানিয়েছেন, আমি জমিতে কাজ করছিলাম। ভাগ্যবশত আমি সেই সময় বাড়ি ফিরে আসি। এসে আমি ওকে হাতে নাতে ধরে ফেলি। এরপরই আমি রান্নাঘর থেকে ছুরি নিয়ে আসি। তারপর ওর গোপন জায়গাটি কেটে ফেলি। এনিয়ে আমার কোনও অনুশোচনা নেই।
সূত্রের খবর, ওই মহিলার স্বামী মদ্যপ ছিলেন। সেকারণেই তিনি স্বামীকে ছেড়ে ওই যুবকের সঙ্গে থাকতেন। বুধবারের এই ঘটনার জেরে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে ওই যুবককে গ্রেফতার করা হবে। আপাতত লখনউতে ওই যুবকের চিকিৎসা চলছে।
এদিকে দেশে ও বিদেশে এর আগেও এই ধরনের লিঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।এর আগে অন্ধ্রপ্রদেশে এক তরুণী তার মায়ের প্রেমিকের লিঙ্গ কেটে নিয়েছিলেন বলে অভিযোগ