কংগ্রেসের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে পাল্টা জবাব দিলেন প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিব্বল৷ বুধবার মুম্বইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন 'ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স' বা ইউপিএ-র কোনও অস্তিত্ব নেই৷ এর প্রেক্ষিতে ইউপিএ জমানার মন্ত্রী তথা কংগ্রেস নেতা কপিল সিবাল একটি টুইটে জানান, কংগ্রেস ছাড়া ইউপিএ আত্মাহীন দেহ।
সাম্প্রতিককালে গোয়া এবং উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্যে একাধিক কংগ্রেস নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। মেঘালয়ে তৃণমূলে যোগ দিয়েছএন কংগ্রেসের ১২ বিধায়ক। তাঁদের মধ্যে অন্যতম হলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। এর জেরে তৃণমূল এখন মেঘালয়ের প্রধান বিরোধী দল। গোয়াতেও প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো যোগ দেন তৃণমূলে। অসমের প্রাক্তন সাংসদ তথা মহিা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি সুস্মিতা দেবও যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে। কংগ্রেস ভাঙিয়ে তৃণমূলের শাখা বিস্তার অবশ্য ভালো চোখs দেখছে না হাত শিবির। এই আবহে দুই বিজেপি বিরোধী দলের দূরত্ব বাড়ছে। এই আবহে কংগ্রেসের অন্দরে বিদ্রোহী হিসেবে চিহ্নিত কপিল সিব্বল নিজের দলের হয়ে তৃণমূলকে জবাব দেওয়ার বিষয়টি তাত্পর্যপূর্ণ।
এই পরিস্থিতিতে ইউপিএ-তে কংগ্রেসের শরিক এনসিপির গড়ে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ান মমতা। শরদ পাওয়ারকে পাশে দাঁড় করিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসকে খোঁচা দেন। তাঁর মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রবীণ কংগ্রেস নেতা বলেন, কংগ্রেস ছাড়া ইউপিএ আত্মাহীন দেহ৷ পাশাপাশি তিনি এও জানান যে এটাই বিরোধীদের একজোট হওয়ার সময়৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে দেখা করে বিজেপির বিরোধী জোট তৈরির কথা জানান৷ এই জোটে কংগ্রেস নেতৃত্বের নামও উচ্চারণ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও শরদ পাওযার নিজে কংগ্রেস বিরোধী কিছু বলেননি। যা পরিস্থিতি তাতে ঘরে বাইরে জেরবার কংগ্রেসকে বারংবার আঘআত হানতে প্রস্তুত মমতা। তবে কংগ্রেসের অনুগত সৈনিকরা শতাব্দী প্রাচীণ এই দলকে রক্ষা করতে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবেন এখনও।