নিজেদের সিস্টেমের আপগ্রেডশনের 'কর্মযজ্ঞ' করতে চলেছে HDFC ব্যাঙ্ক। তার জেরে ১৪ ঘণ্টা ভারতের বেসরকারি ব্যাঙ্কের একাধিক পরিষেবা বন্ধ থাকবে। HDFC ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ১৩ জুলাই (ইংরেজি মতে) রাত ৩ টে থেকে বিকেল ৪ টে ৩০ মিনিট পর্যন্ত বেসরকারি ব্যাঙ্কের বিভিন্ন পরিষেবা ব্যাহত হবে। UPI, এটিএম পরিষেবা, নেটব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মতো বিভিন্ন পরিষেবা বিঘ্নিত হতে চলেছে। কয়েকটি ক্ষেত্রে FASTag পরিষেবাও ব্যাহত হবে বলে HDFC ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে। কোন কোন পরিষেবা মিলবে, কোন কোন পরিষেবা ব্যাহত হবে, সেটা দেখে নিন।
কোন কোন সময় কী কী পরিষেবা ব্যাহত হবে?
UPI পরিষেবা
১) রাত ৩ টে ৪৫ মিনিট থেকে সকাল ৯ টা ৩০ মিনিট পর্যন্ত টাকা পাঠাতে পারবেন। করা যাবে মার্চেন্ট পেমেন্ট (কিউআর বা অনলাইন), ব্যালেন্স এনকোয়ারি, পিন চেঞ্জ বা নয়া পিন সেট করা যাবে। বেলা ১২ টা ৪৫ মিনিট থেকেও পুরো পরিষেবা চালু হয়ে যাবে।
২) রাত ৩ টে থেকে রাত ৩ টে ৪৫ মিনিট এবং সকাল ৯ টা ৩০ মিনিট থেকে বেলা ১২ টা ৪৫ মিনিট পর্যন্ত সেইসব পরিষেবা মিলবে না।
ATM পরিষেবা
১) রাত ৩ থেকে রাত ৩ টে ৪৫ মিনিট পর্যন্ত এবং সকাল ৯ টা ৩০ মিনিট থেকে বেলা ১২ টা ৪৫ মিনিট পর্যন্ত কয়েকটি পরিষেবা মিলবে। সেগুলি হল - এটিএম থেকে টাকা তোলা (নির্দিষ্ট সীমা আছে), ব্যালেন্স এনকোয়ারি, চেকবুক বা স্টেটমেন্ট রিকোয়েস্ট, পিন সেট করা বা পিন চেঞ্জ করা, মোবাইল নম্বর আপডেট করা এবং এসএমএস রেজিস্ট্রেশন।
— Platinum Debit Card: সর্বোচ্চ ২০,০০০ টাকা।
— Millennia Debit Card: সর্বোচ্চ ২০,০০০ টাকা।
— Times Points Debit Card: সর্বোচ্চ ১০,০০০ টাকা।
— RuPay Platinum Debit Card: সর্বোচ্চ ১০,০০০ টাকা।
— Rewards Debit Card: সর্বোচ্চ ১০,০০০ টাকা।
— MoneyBack Debit Card: সর্বোচ্চ ১০,০০০ টাকা।
২) রাত ৩ থেকে রাত ৩ টে ৪৫ মিনিট পর্যন্ত এবং সকাল ৯ টা ৩০ মিনিট থেকে বেলা ১২ টা ৪৫ মিনিট পর্যন্ত টাকা ডিপোজিট করা যাবে না। সেইসঙ্গে টাকা ট্রান্সফার, মিনি স্টেটমেন্ট, এনকোয়ারি বা বিলপে সার্ভিসেস এবং কার্ড ছাড়াই টাকা তুলতে পারবেন না গ্রাহকরা।
FASTag পরিষেবা
১) অন্যান্য নেট ব্যাঙ্কিং এবং অন্যান্য ব্যাঙ্কে ইউপিআইয়ের মাধ্যমে রিচার্জ করতে পারবেন। HDFC ব্যাঙ্ক এবং অন্যান্য ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমেও রিচার্জ করতে পারবেন গ্রাহকরা। রাত ৩ টে ৪৫ মিনিট থেকে সকাল ৯ টা ৩০ মিনিট পর্যন্ত টোলে ব্যবহার করতে পারবেন। আবার বেলা ১২ টা ৪৫ মিনিট থেকে পারবেন গ্রাহকরা।
২) রাত ৩ টে থেকে বিকেল ৪ টে ৩০ মিনিট পর্যন্ত HDFC ব্যাঙ্ক নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে রিচার্জ করা যাবে না।