২০১৬ সালে সূচনা। সেই সময় থেকে UPI ধীরে ধীরে বেড়েছে। নোটবন্দি ও মহামারীর সময় থেকে আরও দ্রুত হারে বেড়েছে এর ব্যবহার।
ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেসে (UPI), ২০২২ সালের এপ্রিল মাসে ৫.৫৮ বিলিয়ন লেনদেন হয়েছে। UPI-এর সূচনা থেকে এটি রেকর্ড স্থাপন করেছে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এই ডেটা প্রকাশ করেছে। পেমেন্ট প্ল্যাটফর্মে ৯.৮৩ ট্রিলিয়ন টাকার লেনদেন হয়েছে। আরও পড়ুন : PM Modi in Germany: 'রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কেউ জয়ী হবে না', বার্লিনে এসে জার্মানির 'উলটো' সুর বজায় মোদীর
UPI-তে তার আগের মাসে, অর্থাত্ ২০২২ সালের মার্চে ৯.৬ ট্রিলিয়ন টাকার লেনদেন হয়েছে। অর্থাত্ মাসের ভিত্তিতে, UPI লেনদেনের পরিমাণে ৩.৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। লেনদেনের মূল্য ২.৩৬ শতাংশ বৃদ্ধি হয়েছে।
বছর-বছরের (YoY) ভিত্তিতে, লেনদেনের পরিমাণ ১১১ শতাংশ বেড়েছে। লেনদেনের মূল্যও প্রায় ১০০ শতাংশ বেড়েছে। UPI-তে ২০২১ সালের এপ্রিলে ৪.৯৫ ট্রিলিয়ন টাকার লেনদেন হয়েছে।