বাংলা নিউজ > ঘরে বাইরে > UPSC 2021: ৫ বার প্রিলি-মেনসে 'ফেল', শেষবার ইন্টারভিউয়ে স্বপ্নভঙ্গ, ভাইরাল টুইট

UPSC 2021: ৫ বার প্রিলি-মেনসে 'ফেল', শেষবার ইন্টারভিউয়ে স্বপ্নভঙ্গ, ভাইরাল টুইট

UPSC প্রার্থী রজত সম্বল। (ছবি সৌজন্যে টুইটার)

UPSC Civil Services Exam 2021: আমলা হওয়ার স্বপ্ন নিয়ে দীর্ঘদিন ধরে ইউপিএসসি পরীক্ষা দিয়ে আসছেন। এবারই ছিল শেষ সুযোগ। কিন্তু মাত্র ১১ নম্বরের জন্য এমন একটা দুনিয়ায় থেকে গিয়েছেন, যেখানে অদম্য জেদ, স্বপ্ন, ইচ্ছাশক্তির অভাব না থাকলেও ওই ‘ফাইনাল ফ্রন্টিয়ার’ পার করা হয় না।

চারিদিকে ছড়িয়ে পড়ছে শুভেচ্ছাবার্তা, সাফল্যের কাহিনি। তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) সিভিল সার্ভিস পরীক্ষার লড়াইয়ের অন্য দিকটাও। যে দিকটা বাস্তব হলেও চাপা পড়ে যায় সাফল্যের পাদপ্রদীপের নীচে।

আমলা হওয়ার স্বপ্ন নিয়ে রজত সম্বল নামে ওই প্রার্থী দীর্ঘদিন ধরে ইউপিএসসি পরীক্ষা দিয়ে আসছেন। এবারই ছিল শেষ সুযোগ। কিন্তু মাত্র ১১ নম্বরের জন্য এমন একটা দুনিয়ায় থেকে গিয়েছেন, যেখানে অদম্য জেদ, স্বপ্ন, ইচ্ছাশক্তির অভাব না থাকলেও ওই ‘ফাইনাল ফ্রন্টিয়ার’ পার করা হয় না।

আরও পড়ুন: UPSC 2021 Result: দুর্নীতি ফাঁস করে খেয়েছিলেন ৭টি গুলি! সেই যুবকই UPSC পাশ করে হচ্ছেন IAS

চণ্ডীগড়ের পঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করা রজত টুইটারে লেখেন, '১০ বছরের পরিশ্রম ভস্মে চলে গেল। ছ'বার ইউপিএসসির পরীক্ষায় বসার সীমা পেরিয়ে গিয়েছে। তিনবার প্রিলিমিনারিতে অনুত্তীর্ণ হয়েছি। দু'বার মেনসে পাশ করতে পারিনি। আমার শেষ চেষ্টায় ইন্টারভিউয়ে কম নম্বরের জন্য ছিটকে গিয়েছি। ১১ নম্বরের জন্য (স্বপ্ন) হাতছাড়া হয়েছে।'

জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় জন্মগ্রহণ করেন রজত। জম্মুতে বড় হয়েছেন। তিনি টুইটারে যে স্কোরকার্ড পোস্ট করেছেন, তাতে দেখা গিয়েছে, মোট ৯৪২ নম্বর পেয়েছেন। পার্সোনালিটি টেস্টে পেয়েছেন ১৪৯। কিন্তু সেটা যথেষ্ট ছিল। তাতে অবশ্য ভেঙে পড়েননি রজত। বরং সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে দেশের অসংখ্য মানুষের স্বপ্নপূরণ করতে যে কোনও খামতি রাখবেন, তাও বুঝিয়ে দিয়েছেন। ১১ নম্বরের জন্য আমলা হওয়ার স্বপ্ন হাতছাড়া হলেও রজত বলেন, ‘আমি আবার উঠে দাঁড়াব।’

ঘরে বাইরে খবর

Latest News

পুরনো গাড়ি হইহই করে কিনছেন মহিলারা, সমীক্ষা রিপোর্টে চমক! কোন Brand পছন্দ? আট তৃণমূল কংগ্রেস নেতাকে তলব করল এনআইএ, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের জের বলিউডে পা রাখতে চলেছেন ডলি চাওয়ালা? মলদ্বীপ থেকে ছবি দিলেন সোহেল খানের সঙ্গে বিয়ের পর বরের প্রথম জন্মদিন, অনুপমকে কোন বিশেষ উপহার দিলেন প্রশ্মিতা? RCB vs KKR, IPL 2024 Live: কোহলি দুর্গে নজরে গম্ভীর, লড়াই হবে শেয়ানে শেয়ানে লোকসভার সান্ত্বনা বিধানসভার উপ-নির্বাচনে! সায়ন্তিকাকে টিকিট TMC-র, ভগবানগোলায় কে নতুন ছবির কাজে কলকাতায় এলেন কাজল, সঙ্গী রণিত রায়! শ্যুটিং হবে বোলপুরেও ওষুধের দাম বৃদ্ধি, বেশি খরচ, বন্ধ সুযোগ- ১ এপ্রিল থেকে কী কী নিয়ম পালটে যাচ্ছে? ‘‌দেবাংশু বেড়ে পাকা, গাল টিপলে দুধ বেরবে’‌, চড়া সুরে আক্রমণ করলেন লকেট টাকা খেয়ে টেলিকম পলিসি বদলেছে সরকার, বিস্ফোরক মিম প্রধান

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.