প্রবেশনারি আইএএস অফিসার পূজা খেদকারের প্রার্থীপদ বাতিল করে দিল ইউপিএসসি। তার ফলে চাকরি চলে গেল পূজার। বুধবার সিভিল সার্ভিসেস পরীক্ষার আয়োজক সংস্থা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) তরফে জানানো হয়েছে, ২০২২ সালের সিভিল সার্ভিসেস পরীক্ষার ভিত্তিতে চাকরির জন্য প্রাথমিকভাবে পূজা মনোরমা দিলীপ খেদকারের নাম সুপারিশ করা হয়েছিল। তাঁর সেই প্রার্থীপদ বাতিল করে দেওয়া হচ্ছে। সেইসঙ্গে ভবিষ্যতে তিনি আর কোনও পরীক্ষা বা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। যে পূজার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। সেইসঙ্গে হুজ্জতির করারও অভিযোগ উঠেছে পূজার বিরুদ্ধে।
সময়ের মধ্যে উত্তর দেননি, তাই চাকরি গেল পূজার
UPSC-র তরফে জানানো হয়েছে যে নিজের পরিচয় জালিয়াতি করে পরীক্ষায় প্রতারণামূলক কাজের অভিযোগে গত ১৮ জুলাই পূজাকে শোকজ নোটিশ দর্শানো হয়েছিল। ২৫ জুলাইয়ের মধ্যে তাঁকে শোকজের জবাব দিতে হত। কিন্তু প্রয়োজনীয় নথি জোগাড় করতে ৪ অগস্ট পর্যন্ত সময় চেয়েছিলেন। তবে তাঁকে অত সময় দিতে রাজি হয়নি কমিশন। ৩০ জুলাই দুপুর ৩ টে ৩০ মিনিটের মধ্যে তাঁকে শোকজের জবাব দিতে বলা হয়েছিল। কিন্তু সেই সময়ের মধ্যেও শোকজের উত্তর দেননি পূজা। তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কমিশন।
ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছেন পূজা
আগাম জামিনের আর্জি জানিয়ে ইতিমধ্যে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পূজা। তিনি দাবি করেছেন যে অদূর ভবিষ্যতেই তাঁর গ্রেফতারির আশঙ্কা আছে। যদি সেই মামলার শুনানির সময় UPSC-র তরফে পালটা সওয়াল করা হয় যে পুরো সিস্টেমের সঙ্গে জালিয়াতি করেছেন পূজা। UPSC-র আইনজীবী বলেন, ‘এই প্রার্থী আইন লঙ্ঘন এবং আইনের প্রক্রিয়াকে লঙ্ঘন করেছেন। তিনি যে ফের আইন লঙ্ঘন করবেন, সেরকম সম্ভাবনা আছে। উনি একজন সম্পদশালী (ধনী)।’
যদিও পূজার সেই আবেদনের প্রেক্ষিতে এখনও পর্যন্ত কোনও রায়দান করেনি দিল্লির আদালত। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বুধবার সেই মামলার সওয়াল-জবাবের পরে রায়দান স্থগিত রেখেছেন অ্যাডিশনার সেশনস জাজ দেবেন্দর কুমার জাঙ্গালা। আগামিকাল (১ অগস্ট, বৃহস্পতিবার) সেই মামলার রায় দিতে পারেন দিল্লির আদালতের বিচারক।
পূজার বিরুদ্ধে কী কী অভিযোগ উঠেছে?
১) আংশিকভাবে দৃষ্টিশক্তিহীন ক্যাটেগরি এবং ওবিসি ক্যাটেগরির ভুয়ো সার্টিফিকেট দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে পূজার বিরুদ্ধে।
২) ট্রেনি পদে থাকার সময় সিনিয়রদের মতো সুযোগ-সুবিধা পাওয়ার জন্য পূজা হুজ্জতি করতেন বলে অভিযোগ উঠেছে।