প্রকাশিত হল ২০২২ সালের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) সিভিল সার্ভিসেস ফাইনাল পরীক্ষার ফলাফল। এবছর মোট ১৮০ জন পরীক্ষার্থীকে আইএএস হিসেবে নিয়োগ করা হয়েছে। কৃতীদের তালিকায় প্রথম চারজনই নারী। এবছর প্রথম হয়েছেন ইশিতা কিশোর। দ্বিতীয় স্থানে আছেন গরিমা লোহিয়া। তৃতীয় হয়েছেন উমা হরথি। চতুর্থ হয়েছেন স্মৃতি মিশ্রা। এদিকে পঞ্চম স্থানে রয়েছেন ময়ূর হাজারিকা। ষষ্ঠ হয়েছেন গহনা নব্য ব্যস। সপ্তম স্থানে আছেন ওয়াসিম আহমেদ ভাট। অষ্টম হয়েছেন অনিরুদ্ধ যাদব। নবম হয়েছেন কণিকা গোয়েল। দশম স্থানে আছেন রাহুল শ্রীবাস্তব।
পরীক্ষার্থীরা ইউপিএসসি-র অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in থেকে ফলাফল দেখে নিতে পারেন। এর জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) অফিসিয়াল ওয়েবসাইট যান এবং হোমপেজে ‘Final Result - Civil Services (Main) Examination, 2022’-র লিঙ্কে ক্লিক করুন। একটি নয়া পিডিএফ খুলে যাবে। সেখানেই রেজাল্ট দেখতে পারেন। নীচে ইউপিএসসি ফলাফলের পূর্ণাঙ্গ তালিকা রইল:
এবছর মোট ৯৩৩ জন ইউপিএসসি পাশ করেছেন। এর মধ্যে জেনারেল ক্যাটাগরির হলেন ৩৪৫ জন। আর্থিক ভাবে দুর্বল শ্রেণির ৯৯ জন প্রার্থী এবার পাশ করেছেন ইউপিএসসি। তাছাড়া ওবিসি ক্যাটাগরির ২৬৩ জন, তফশিলি জাতির ১৫৪ জন, তফশিলি উপজাতির ৭২ জন পাশ করেছেন এবারের পরীক্ষা। এর মধ্যে আইএএস পদে নিযুক্ত হবেন ১৮০ জন। ফরেন সার্ভিসে সুযোগ পেয়েছেন ৩৮ জন। আইপিএস হবেন ৮৩ ২০০ জন। তাছাড়া 'এ' ক্যাটাগরির আমলা হিসেবে নিয়োগ করা হবে ৪৭৩ জনকে। গ্রুপ বি কর্মী হিসেবে নিযুক্ত হবেন ১৩১ জন। এছাড়া ২০২২ সালের সিভিল সার্ভিসেস এগজামিনেশন নিয়মের ২০ (৪) এবং (৫) ধারার আওতায় ১৭৮ জন প্রার্থীকে ‘কনসোলিডেটেড রিজার্ভ’ তালিকায় রাখা হয়েছে।