বাংলা নিউজ > ঘরে বাইরে > UPSC Results 2021: UPSC সিভিল সার্ভিসে পাশের দাবি যুবতীর, পেলেন সংবর্ধনাও, শেষে পরিবার জানাল ‘ভুল’

UPSC Results 2021: UPSC সিভিল সার্ভিসে পাশের দাবি যুবতীর, পেলেন সংবর্ধনাও, শেষে পরিবার জানাল ‘ভুল’

ঝাড়খণ্ডের দিব্যা পান্ডে। (ছবি সৌজন্যে টুইটার)

UPSC Results 2021: ইউপিএসসি সিভিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে দাবি করেছিলেন দিব্যা পান্ডে। এখন তাঁর দিদি বোন দাবি করেছেন, 'আমরা ইউপিএসসির ওয়েবসাইটে রেজাল্ট দেখার চেষ্টা করেছিলাম। কিন্তু ইন্টারনেট কাজ করছিল না। অনিচ্ছাকৃত ত্রুটি হয়ে গিয়েছে।'

ইউপিসি সিভিল সার্ভিস পরীক্ষায় 'উত্তীর্ণ' হওয়ায় সংবর্ধনা পেয়েছিলেন। নিজের 'সাফল্যের' কাহিনি তুলে ধরছিলেন ঝাড়খণ্ডের দিব্যা পান্ডে। কিন্তু পরে সামনে আসে সত্যিটা। পরিবারের তরফে জানানো হয়, ভুলবশত তাঁরা ভেবেছিলেন যে দিব্যা ইউপিসি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

চলতি সপ্তাহেই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দিব্যার দিদি প্রিয়দর্শিনী জানিয়েছেন, ফলাফল প্রকাশের পর উত্তরপ্রদেশ থেকে ফোন করে ওই প্রার্থীরা বন্ধুরা জানান যে দিব্যা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ৩২৩ তম স্থান অধিকার করেছেন। কিন্তু পরে দেখা যায়, দক্ষিণ ভারতের দিব্যা পি নামে এক প্রার্থী আসলে পরীক্ষায় পাশ করেছেন। তিনি বলেন, 'আমরা ইউপিএসসির ওয়েবসাইটে রেজাল্ট দেখার চেষ্টা করেছিলাম। কিন্তু ইন্টারনেট কাজ করছিল না। অনিচ্ছাকৃত ত্রুটি হয়ে গিয়েছে।'

আরও পড়ুন: UPSC: IAS অফিসার হলেন স্কুল ভ্যান চালকের ছেলে

দিব্যার বাবা সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেডে ক্রেন অপারেটর হিসেবে কাজ করতেন। পরিবারের তরফে দাবি করা হয়েছে, কোনওরকম কোচিং ছাড়াই নিজে পড়ে প্রথমবারেই ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তারপর জেলা প্রশাসন এবং সিসিএলের তরফে দিব্যা সংবর্ধনা দেওয়া হয়। যদিও আসল বিষয়টা সামনে আসার পর পরিবারের তরফে ক্ষমা চাওয়া হয়েছে।

আরও পড়ুন: UPSC 2021: ৫ বার প্রিলি-মেনসে 'ফেল', শেষবার ইন্টারভিউয়ে স্বপ্নভঙ্গ, ভাইরাল টুইট 

রামগঢ়ের ডেপুটি কমিশনার মাধবী মিশ্র দাবি করেছেন, পুরোটাই ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। দিব্যা বা তাঁর পরিবারের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। দিব্যার পরিবারের তরফেও দাবি করা হয়েছে, ভুয়ো খবর ছড়ানো বা খ্যাতি পাওয়ার জন্য সেই কাজ করা হয়নি। তবে ইতিমধ্যে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন দিব্যা।

বন্ধ করুন