বাংলা নিউজ > ঘরে বাইরে > UPSC শীর্ষে শ্রুতি শর্মা: কতক্ষণ পড়তেন? কীভাবে প্রস্তুতি? জানালেন সাফল্যের চাবি

UPSC শীর্ষে শ্রুতি শর্মা: কতক্ষণ পড়তেন? কীভাবে প্রস্তুতি? জানালেন সাফল্যের চাবি

ইউপিএসসি টপার হলেন শ্রুতি শর্মা। (PTI Photo) (PTI)

কবিতা ভালোবাসতেন। বন্ধুদের সঙ্গে সময় কাটাতেন। ঘণ্টা বেঁধে পড়তেন এমন নয়। তবে কঠিন পরিশ্রমের মাধ্যমে ছিনিয়ে এনেছেন সাফল্য। সর্বভারতীয় ইউপিএসসি পরীক্ষায় একেবারে টপার। 

UPSC 2021-শীর্ষ স্থানে শ্রুতি শর্মা। তিনি উত্তরপ্রদেশের বিজনোর জেলার বাসিন্দা। এতবড় সাফল্য়ের পরে কী বলছেন শ্রুতি? তিনি বলেন, খুব ভালো লাগছে এই সাফল্যে। কিন্তু একেবারে Rank-1 পাব এতটা ভাবিনি। কিছুটা উদ্বেগেও ছিলাম। খুব আনন্দ হচ্ছে। বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। তিনি লিখেছেন, আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল। কঠিন পরিশ্রম, ধৈর্য্য, অধ্যাবসায়ের পুরষ্কার তিনি পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী সমস্ত সফলদের অভিনন্দন জানিয়েছেন।

সেন্ট স্টিফেন্স কলেজের প্রাক্তনী শ্রুতি ইতিহাসে এমএ পড়ার জন্য জেএনইউতেও ভর্তি হয়েছিলেন। কিন্তু সেটা সম্পূর্ণ হয়নি। এরপর তিনি দিল্লি স্কুল অফ ইকনমিক্সে সোশিওলজিতে এমএ করার জন্য ভর্তি হয়েছিলেন। কিন্তু সেটাও মাঝপথে থামিয়ে দেন। কীভাবে ইউপিএসসির প্রস্তুতি নিতেন তিনি? শ্রুতি জানিয়েছেন, কঠিন পরিশ্রম আর ধৈর্য্য ধরাটা খুব দরকার।

যাঁরা UPSC'র জন্য় প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্য কী পরামর্শ দেবেন?  তিনি বলেন, আপনার যেটা পছন্দ সেটাই করা উচিত। এটাই আপনার জার্নিতে অনুপ্রেরণা দেবে। এনিয়ে দ্বিতীয়বার পরীক্ষায় বসেছিলাম। কতক্ষণ পড়ছেন সেটার উপর বিশেষ কিছু নির্ভর করে না। কতটা মানের পড়াশোনা করছেন সেটাই সব। পড়াশোনাটা খুব দরকার। কিন্তু ঘণ্টা গোনার দরকার নেই। তবে কৌশলটা খুব গুরুত্বপূর্ণ। বইয়ের পাশাপাশি নোটস, খবরকাগজ, লেখার অনুশীলন আমাকে খুব সহায়তা করেছে।

বন্ধ করুন