আমেরিকায় থাকা ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে নিয়ে অমৃতসরে নামল মার্কিন বায়ুসেনার বিমান। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বুধবার দুপুর ১ টা ৫৫ মিনিটে অমৃতসরের শ্রী গুরুদাস রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বায়ুসেনার সি-১৭ বিমান অবতরণ করেছে। সূত্রের খবর, যে ১০৪ জনকে ফেরানো হয়েছে, তাঁদের মধ্যে ৩৩ জন হরিয়ানার বাসিন্দা। ৩৩ জন আদতে গুজরাটে থাকতেন। ৩০ জন পঞ্জাবের বাসিন্দা। তিনজন করে উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের বাসিন্দা। চণ্ডীগড়ের বাসিন্দা দু'জন। যদিও সরকারিভাবে বিষয়টি নিয়ে কিছু জানানো হয়নি।
এমনিতে প্রাথমিকভাবে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল যে ২০৫ জন অবৈধ অভিবাসীকে ভারতে ফেরানো হচ্ছে। শেষপর্যন্ত অবশ্য সেই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায়, তা স্পষ্ট নয়। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রশাসনের প্রথম দফায় এই অবৈধ অভিবাসীদের ফেরানো হয়েছে। এরপর কতজনকে ফেরানো হবে, সেটাও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। সেই তালিকায় পশ্চিমবঙ্গের কেউ আছেন কিনা, তা স্পষ্ট নয়।
ভারতে ফেরা অবৈধ অভিবাসীদের কি আটক করা হবে?
আপাতত যাঁরা এসেছেন, তাঁদের আটক করার কোনও ব্যাপার নেই। 'হিন্দুস্তান টাইমস'-র প্রতিবেদন অনুযায়ী, আমেরিকা থেকে ফিরে আসা অবৈধ অভিবাসীদের নথিপত্র খতিয়ে দেখা হবে। খুঁটিনাটি পরীক্ষা করা হবে। তারপর তাঁদের বিমানবন্দর থেকে বেরোতে দেওয়া হবে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
এমনিতে দ্বিতীয়বার ক্ষমতায় এসে অবৈধ অভিবাসীদের ফেরানোর জন্য পদক্ষেপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেইমতো গুয়েতেমালা, পেরু, হন্ডুরাসের মতো দেশে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে। অবৈধ অভিবাসীদের ফেরাতে মার্কিন বায়ুসেনার বিমান সবথেকে বেশি অতিক্রম করেছে ভারতের ক্ষেত্রেই। পৃথিবীর একপ্রান্ত থেকে অপরপ্রান্তে এসেছে মার্কিন বায়ুসেনার বিমান।
ভারত প্রথম থেকেই বেআইনি অভিবাসীদের ফেরাবে বলেছে
আর সেই বিমান নিয়ে আজ আপাতত নতুন করে জানানো না হলেও আগের মাসেই বিষয়টি নিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, 'অবৈধ অভিবাসনের বিরোধী ভারত। কারণ এই বিষয়টির সঙ্গে সংগঠিত অপরাধের সঙ্গে যোগ আছে।' সেইসঙ্গে তিনি বলেছিলেন, ‘উপযুক্ত নথি দিলে আমরা ওদের ফেরত নিয়ে নেব, যাতে আমরা তাঁদের নাগরিকত্ব যাচাই করে নিতে পারি যে তাঁরা সত্যিই ভারতীয়।’