বাংলা নিউজ > ঘরে বাইরে > মার্কিন-তালিবান শান্তিচুক্তির আগে শনিবার থেকে শুরু ‘হিংসা হ্রাস’ পর্ব

মার্কিন-তালিবান শান্তিচুক্তির আগে শনিবার থেকে শুরু ‘হিংসা হ্রাস’ পর্ব

শান্তিচুক্তি হওয়ার আগে শুক্রবার মাঝরাত থেকে আফগানিস্তানে সপ্তাহব্যাপী ‘হিংসা হ্রাস পাওয়ার’ (রিডাকশন ইন ভায়োলেন্স) প্রক্রিয়া শুরু হতে চলেছে।

শান্তিচুক্তি সম্পাদনের আগে সংঘর্ষ বিরতি পালনের বিষয়ে এর আগে সুদীর্ঘ দর কষাকষির পালা চলে দুই পক্ষের মধ্যে। মনে করা হচ্ছে, শান্তিচুক্তি সই হওয়ার পরে আফগানিস্তান থেকে সেনা সরাবার প্রক্রিয়া শুরু করবে আমেরিকা।

আমেরিকা ও তালিবানদের মধ্যে শান্তিচুক্তি হওয়ার আগে শুক্রবার মাঝরাত থেকে আফগানিস্তানে সপ্তাহব্যাপী ‘হিংসা হ্রাস পাওয়ার’ (রিডাকশন ইন ভায়োলেন্স) প্রক্রিয়া শুরু হতে চলেছে।

এ দিন মার্কিন স্বরাষ্ট্র সচিব মাইক পম্পিও জানিয়েছেন, শান্তি চুক্তির আগে এই পরিস্থিতি বহাল থাকলে আগামী ২৯ ফেব্রুয়ারি তালিবানদের সঙ্গে শান্তি চুক্তি পাকা করবে ওয়াশিংটন। এই চুক্তির জেরে ভবিষ্যতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরু করবে আমেরিকা।

পম্পিওর বিবৃতির পরেই তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুদজাহিদ এই উদ্যোগের কথা স্বীকার করে জানান, শান্তিচুক্তি সাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছেন দুই পক্ষের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা। শুধু তাই নয়, চুক্তি সই হওয়ার পরে আফগানিস্তানের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবে বলেও জানিয়েছেন তালিবান মুখপাত্র।

২০০১ সালে মার্কিন সেনাবাহিনী আফগানিস্তানের ক্ষমতা থেকে তালিবানদের গদিচ্যুত করার পরে এ পর্যন্ত কাবুল সরকারের সঙ্গে কোনও আলোচনায় অংশগ্রহণে রাজি হয়নি সশস্ত্র গোষ্ঠী। তাদের মতে, আফগান সরকার ছিল ‘আমেরিকার হাতের পুতুল’।

এর আগে আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মুখপাত্র জাভিদ ফয়জল জানিয়েছিলেন, আগামী শনিবার থেকে রিডাকশন ইন ভায়োলেন্স প্রক্রিয়া চালু হবে। যদিও এই পর্বে আইএসআইএল-সহ অন্যান্য জঙ্গি সংগঠনের বিরুদ্ধে তাদের সামরিক পদক্ষেপ বহাল রাখবে আফগান বাহিনী। পাশাপাশি, তালিবান-আমেরিকা বোঝাপড়া মাঝপথে ভেস্তে গেলেও প্রয়োজনে প্রত্যাঘাত হানতে প্রস্তুত থাকবে বাহিনী।

শান্তিচুক্তি সম্পাদনের আগে সংঘর্ষ বিরতি পালনের বিষয়ে এর আগে সুদীর্ঘ দর কষাকষির পালা চলে দুই পক্ষের মধ্যে। মনে করা হচ্ছে, শান্তিচুক্তি সই হওয়ার পরে আফগানিস্তান থেকে সেনা সরাবার প্রক্রিয়া শুরু করবে আমেরিকা। সেই সঙ্গে, অন্যান্য দেশে আঘাত হানার জন্য আফগানিস্তানকে তাদের সেনাঘাঁটি বানানোর প্রচেষ্টা হবে না বলেও চুক্তি অনুযায়ী অঙ্গীকার করতে হবে মার্কিন প্রশাসনকে।

ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আমেরিকান সেনার সঙ্গে নিয়মিত সংঘর্ষ বন্ধ করার উদ্দেসে তালিবানদের সঙ্গে শান্তিচুক্তি সাক্ষরে ২০১৮ সাল থেকে চাপ দেয় ডোনাল্ড ট্রাম্প সরকার।

তবে আফগান রাজনৈতিক বিশ্লেষক হারুন মির মনে করেন, শান্তিচুক্তির প্রস্তাব তাত্পর্যপূর্ণ হলেও আসল চ্যালেঞ্জ দেখা দেবে আফগানিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষিত নিয়ে দেশের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সুষ্ঠু আলোচনার আবহ তৈরি করা। তাঁর মতে, কোনও রকম আপসে পৌঁছনোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে দেশের বড় রাজনৈতিক দল ও আঞ্চলিক উপজাতীয় গোষ্ঠীগুলির মধ্যে বোঝাপড়া তৈরি এবং সেই সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা।

ঘরে বাইরে খবর

Latest News

নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম ২২-এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার? মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.