সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর প্রধানকে খতম করল মার্কিন সামরিক বাহিনী। এক ড্রোন অভিযানে মাহের-আল-আগলকে খতম করা হয় বলে দাবি করল আমেরিকা। জানা গিয়েছে অভিযানের সময় মাহের একটি বাইকে করে যাচ্ছিল। সেই সময় মার্কিন ড্রোনের হামলায় প্রাণ যায় সিরিয়ার আইএস প্রধানের। উত্তর-পশ্চিম সিরিয়াতে এই ঘটনা ঘটেছে বলে জানায় পেন্টাগন। সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, মাহের লেভান্ত অঞ্চলের আইএস গভর্নর ছিল।
পেন্টাগন সেন্ট্রাল কমান্ডের লেফটেন্যান্ট কর্নেল ডেভ ইস্টবার্ন বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন যে মাহের আল-আগল উত্তর সিরিয়ার জিন্দিরেসের কাছে নিহত হয়। তিনি আরও উল্লেখ করেন, হামলায় মেহেরের এক শীর্ষ স্থানীয় সহযোগী গুরুতর জখম হয়েছে। এদিকে সিরিয়ান সিভিল ডিফেন্স ফোর্সের মতে, আলেপ্পোর কিছু দূরে মোটরসাইকেলে থাকা অবস্থায় দুজনকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। এদিকে সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র কর্নেল জো বুচিনো বলেন, ‘এই আইএসআইএস নেতাকে খতম করার ফলে সন্ত্রাসী সংগঠনের শক্তি ক্ষয় হবে। এবং আরও চক্রান্ত ও হামলা চালানোর ক্ষমতা খর্ব হবে তাদের।’
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার এই অভিযান সম্পর্কে এক বিবৃতিতে লেখেন, ‘এই অভিযানে আইএস-এর একজন গুরুত্বপূর্ণ নেতা খতম হয়েছে। এর ফলে আইএস ষড়যন্ত্র করতে বা হামলা চালানোর ক্ষমতা হারাবে। এর আগে ফেব্রুয়ারিতে মার্কিন অভিযানের আইএসআইএসের নেতাকে নির্মূল করেছিল। এটা সব সন্ত্রাসীদের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠায়। যারা আমাদের মাতৃভূমি এবং বিশ্বজুড়ে আমাদের স্বার্থের জন্য হুমকি, তারা এতে শক্তিশালী বার্তা পেয়েছে৷ মার্কিন যুক্তরাষ্ট্র নিরলসভাবে কাজ করবে৷ তোমাদের (জঙ্গি) বিচারের আওতায় আনতে হবে।’