মার্কিন মসনদে ফের একবার ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট পদের নির্বাচনে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে জোর টক্কর দিয়ে এগিয়ে যেতে থাকেন। ৫৩৮ এর মধ্যে ট্রাম্প ২৭০ টি ইলেকটোরাল কলেজ ভোট পকেটে পুরে ফেলেন। ওয়াশিংটন ডিসি ও ৫০ টি স্টেট মিলিয়ে কার্যত পর পর বাউন্ডারি হাঁকিয়ে এগিয়ে যেতে থাকেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাঁর জয়ের পর তিনি ভাষণও দিয়েছেন দেশের প্রতি। এদিকে, এই সবের মাঝেই ঘোরাফেরা করছে একটি প্রশ্ন। তা ট্রাম্পকে নিয়ে নয়, বরং ট্রাম্পের বিরোধী শিবির তথা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রীকে নিয়ে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের ভোটে ট্রাম্পের জয়জয়কার হলেও, খবরের শিরোনামে কিন্তু রয়েছেন বাইডেন পত্নীও! আর তার কারণ, তাঁর পোশাক। মার্কিন ভোটের দিন তিনি পরেছিলেন লাল রঙের পোশাক। যে লাল রঙ তাঁর স্বামীর পার্টি নয়, বরং স্বামী জো বাইডেনের বিপক্ষ শিবির রিপাবলিকানদের পার্টির রঙ। ভোটের দিনে এমন রঙের পোশাক কি ভেবে চিন্তা করেই বেছে নিয়েছিলেন জিল? তাঁর স্বামী জো বাইডেনকে একটা সময় পর্যন্তও মার্কিন প্রেসিডেন্ট পদের প্রার্থী হিসাবে ভাবা হচ্ছিল। তাঁদের দল ডেমোক্র্যাটদের তরফে তাঁকে অনেকেই ভেবে ছিলেন মার্কিন ভোটে তিনিই প্রেসিডেন্ট পদের প্রার্থী হবেন। তবে তারপরে এক চরম টুইস্ট এনে এই দৌড় থেকে নিজেই সরে দাঁড়ান জো। তাঁর পার্টির তরফে প্রার্থী করা হয় কমলা হ্যারিসকে। ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস হন ডেমোক্র্যাটদের প্রার্থী। এই হিসেব নিকেশের মাঝেই কমলা ও জিল বাইডেনকে পার্টিক তরফে ঝোড়ো প্রচারে দেখা যায়। তবে ভোটের দিন সোজা লাল রঙের পোশাক পরে বাইডেন পত্মীর ভোটদান নিয়ে অনেকেই নানান প্রশ্ন করছেন।
( Kartik Purnima 2024 date: কার্তিক পূর্ণিমা ২০২৪ কবে? তিথি কখন থেকে পড়ছ! রইল ব্রহ্ম মুহূর্তের সময়)
প্রশ্ন উঠছে, লাল পোশাক পরে কি জিল বাইডেন গোপনে ট্রাম্পকেই ভোট দিয়েছেন? সোশ্যাল মিডিয়ায় অনেকের বক্তব্য, ‘জিল বাইডেন লাল রঙের পোশাক পরে ভোট দিতে গিয়েছেন, সেটা স্রেফ কাকতালীয় হতে পারে না।’ খোঁচা দিয়ে অনেকের প্রশ্ন,'দেখা যাচ্ছে, কী মনে হয়, তিনি কাকে ভোট দিয়েছেন? '