সেদিন তিনি এক নামি সংবাদ চ্যানেলের স্টুডিওতে বসে কান্না ধরে রাখতে পারেননি। সেবার তাঁর সংস্থার তরফে ২০২৪ লোকসভা ভোটের বুথ ফেরৎ সমীক্ষার আভাসের সঙ্গে তেমনভাবে মেলেনি ভোটের ফলাফল। এই বিষয়টি সামনে আসতেই তিনি কেঁদে ফেলেছিলেন। কথা হচ্ছে প্রদীপ গুপ্তকে নিয়ে। তবে এবার,‘অ্যাক্সিস মাই আমেরিকা’ সমীক্ষায় প্রদীপ গুপ্ত ও তাঁর টিম দাবি করছে, তাঁরা ট্রাম্পের জয়ের আভাস দিয়েছিলেন। আর বাস্তবের মাটিতেও তাই হল!
আমরিকার ভোটপর্বের রুদ্ধশ্বাস ভোট গণনার চূড়ান্ত ফলাফল এগিয়ে আসতেই দেখা যায়, অ্যাক্সিস মাই আমেরিকার আভাস মিলে যাচ্ছে। এমনই দাবি প্রদীপ গুপ্তের টিমের। পপুলার ভোট ও ইলেকটোরাল ভোট মিলিয়ে দুই দিক থেকেই ট্রাম্পের জয়ের কার্যত আঁচ দিয়ে দিয়েছে সংস্থা। প্রদীপ গুপ্ত বলছেন, বড় বড় স্টেট গুলিতে ভোটারদের আবেগ ধরতে পেরেছে তাঁর সংস্থা। তিনি এক এক্স পোস্টে লিখেছেন,'গণনা চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করায়, Axis My America-এর ভবিষ্যদ্বাণী ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন যা জনপ্রিয় ভোট এবং ইলেক্টোরাল ভোট উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। যদিও অনেক স্থানীয় পোলস্টার আভাস মিস করেছে, অ্যাক্সিস মাই আমেরিকা যেটি অ্যাক্সিস মাই ইন্ডিয়ার একটি সহযোগী সংস্থা এটি ধরে ফেলেছে।' মার্কিন ভোটের চূড়ান্ত ফলাফল তখনও আসেনি, চলছিল গণনা, আর সেই সময়ই এই পোস্ট করেন প্রদীপ গুপ্ত।
( Jagadhatri Puja 2024: জগদ্ধাত্রী পুজো ২০২৪-য় তেঁতুলতলার মায়ের পরনে ২৪০রও বেশি শাড়ি! রীতি একনজরে)
লোকসভা ভোটের সমীক্ষায় কী ঘটেছিল?
উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা ভোটের পর ‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’র আভাস ছিল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে ৪০০ আসন। সমীক্ষায় দাবি করা হয়েছিল, বিজেপি একা ৩২২ থেকে ৩৪০ ভোট পাবে, যা ২০১৯ সালে তাদের ৩০৩ ভোটের অঙ্ককে ছাপিয়ে যাবে। তবে বাস্তবে ২০২৪ সালে বিজেপি সংখ্যা গরিষ্ঠ পার্টি হিসাবে লোকসভা ভোটে উঠে আসতে পারেনি। এনডিএ জোট ৩০০র কাছাকাছি যায়।